সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইমদাদুল হক খোকার বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। খোকার পক্ষে তার অনুসারিরা অসহায় ও দরিদ্র মানুষদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট ক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। ইমদাদুল হক খোকার ২নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান মেম্বার। ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন তিনি। অভিযোগে রয়েছে, স্থানীয় যুবলীগ নেতা সোহেল ও শরীফুল দরিদ্র ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নগর অর্থ বিতরণ করছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন খোকার অনুসারিরা। জানাগেছে, যুবলীগ নেতা সোহেল ও শরীফুল ছাড়াও বেশ কয়েকজনের একটি সিন্ডিকেট দরিদ্র ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে অর্থের প্রলোভন দিচ্ছেন। মূলত বিগত পাঁচ বছরে নানা বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত থাকায় আগামী নির্বাচনে তার বিজয় অনিশ্চিতের পথে থাকায় ভোট ক্রয় করছে বলে খোকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।