নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে ইলিয়াস (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ( ২ নভেম্বর) সন্ধ্যায় সেহাচরের তক্কারমাঠ এলাকার বাচ্চু বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে। ইলিয়াস ঐ বাসায় ভাড়াটিয়া।
নূর মোহাম্মদ এর স্ত্রী কল্পনা বেগম জানায়, দীর্ঘদিন ধরে ইলিয়াস স্ত্রীকে নিয়ে বাচ্চু বেপারির বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে বেশ কয়েক মাস আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যায় , তার কথা ভেবে মাঝে মধ্যে নেশাপানি করে। আজও সে নেশা করে গড়ের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে তার স্বজনরা জানান।পরে ঘরের ভিতর ইলিয়াসকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা।
পরে ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।