নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়া হলে সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এমন অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
শুক্রবার দুপুরে সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক চীনা নাগরিক দুয়ন উই বাদী হয়ে বন্দর থানায় লিখিত ওই অভিযোগ দেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, চাঁদা দাবির অভিযোগে সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক চীনা নাগরিক দুয়ন উই ২২ ফেব্রুয়ারি সেতুর পাশে থাকা নদীতে একটি স্টিল স্ট্রাকচার খুলে ফেলার কাজ করছিলেন। এ সময় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মারুফ, সেলিম, শ্যামল ওরফে রাব্বী, সালামসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন ট্রলার, প্রাইভেট কার ও মোটরসাইকেলযোগে সেতু এলাকায় আসেন। এ সময় তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণশ্রমিকদের কাজে বাধা দেন। প্রকল্প ব্যবস্থাপক দুয়ন উই তাঁদের কাছে কারণ জানতে চাইলে তাঁরা জানান, এখানে কাজ করতে হলে তাঁদের ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে এখানে কোনো কাজ করতে দেওয়া হবে না। দাবিকৃত চাঁদা না দিয়ে কাজ করলে নির্মাণশ্রমিকদের হত্যা করা হবে বলে হুমকি প্রদান করেন তাঁরা।
ওসি দীপক চন্দ্র সাহা আরও বলেন, অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত মারুফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।