কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
গতকাল বুধবার রাত একটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর গুজিমারী গ্রামের মকবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চর গুজিমারী গ্রামের কয়েকজন বলেন, গতকাল গভীর রাতে চর গুজিমারী গ্রামের মকবুল হোসেনের গোয়ালঘরে তিন ব্যক্তি প্রবেশ করেন। রাতে মকবুল হোসেন বোরোখেতে পানি নিয়ে বাড়িতে ঢুকেই বিষয়টি টের পান। তিনি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলেন তাঁরা। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তাঁর দুই হাত ও বাঁ পা ভেঙে যায়। দুর্গম চরাঞ্চল হওয়ায় রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।