নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫শ গ্রাম গাঁজাসহ সোহান (২৪) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে ফতুল্লার বৌবাজার বটতলা মোহাম্মদীয়া রোড এলাকায় তার নিজ বাড়িতে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহান বৌবাজার বটতলা এলাকার বিএনপির নেতা কালা জাহাঙ্গীরের ছেলে ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরুর অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন।
সুত্রে জানায়, এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর ফতুল্লার পাগলা এলাকায় ফাঁকা গুলি করার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয় সোহানের, পরে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে কিন্তুু সেই অস্ত্রটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ,এর মধ্যে সোহান জামিনে বের হয়ে আরো বেপরোয়া হয়ে এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তোলে।
এ বিষয় ফতুল্লা মডেল থানার (এসআই) সাহাদাত জানান, দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্ম করেছিলো সোহান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বৌবাজার বটতলা তার নিজ বাসা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হই।