নিজেদের ক্ষমতাসীন দলেরকর্মী দাবী করে বিভিন্ন মিল-ফ্যাক্টরী ও বাসা-বাড়ি চাদাঁ উত্তোলন এবং মাদক ব্যবসার অভিযোগে ফতুল্লা পোষ্ট অফিস এলাকার মো.মিরাজ এর দুই ছেলে শাওন ও মুন্নার বিরুদ্ধে গন স্বাক্ষরসহ ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দাপা ইদ্রাকপুর এলাকার মৃত.ইসহাকের ছেলে মো.সবুজ মাহমুদ। শুক্রবার ( ২০ মে ) সবুজ ফতুল্লা মডেল থানায় এ লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ফতুল্লা পোষ্ট অফিস এলাকার মো.মিরাজ এর দুই ছেলে শাওন ও মুন্নাগংরা দাপা ইদ্রাকপুর এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপসহ এলাকার সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকী প্রদান করিয়া অর্থ আত্মসাৎ করে আসছে।বিবাদীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে নিজেদেরকে ক্ষমতাসীন দলের নেতাকর্মী দাবী করে বিভিন্ন মিল-ফ্যাক্টরীসহ মানুষের বসতবাড়ি হতে চাদাঁ উত্তোলন এমনকি মাদক ব্যবসা পরিচালনা করে স্থানীয় যুবসমাজকে ধ্বংসে লিপ্ত হয়েছে। শাওন ও মুন্নাগংদের এহেন কার্যকলাপের প্রতিবাদ করলে তাদের উপর শুরু বিভিন্ন অত্যাচারের খড়গ। বিবাদীগংদের বিরুদ্ধে ইতিপুর্বে এলাকাবাসী বেশ কয়েকবার থানায় অভিযোগ করে আশানুরুপ তেমন কোন কিছু না হওয়ায় তারা দাপা ইদ্রাকপুরে ত্রাসের রাজত্বে পরিনত করেছে। শাওন ও মুন্নাগংদের অত্যাচার থেকে বাচঁতে ফতুল্লা ইউপির ৩ নং ওয়ার্ডবাসী গনস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন।