নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ২ জনকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় ।
আহত ফজল মিয়ার স্ত্রী জানান, চেঙ্গাকান্দি এলাকার প্রতিপক্ষ আলমচাঁন ও তার ছেলে শাহজালাল নুর আলমের সাথে পূর্ব থেকেই তাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে আলমচাঁন ও তার ছেলে শাহজালাল,নুরআলম সহ ৪/৫ জন দেশীয় অস্ত্র দা,লোহার রড নিয়ে তার বাড়িতে প্রবেশ করে বাড়ীর কাজে বাঁধা দিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। ফজল মিয়া এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার ও তার মেয়ের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত ও তার মেয়েকে শ্লীলতাহানি করেন,এসময় তাদের ডাক-চিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ফজল মিয়ার স্ত্রী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
এ দিকে হামরাকারী শাহজালালের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন।
এ ব্যপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।