নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার সেই আলোচিত এক ডজন মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী পিচ্ছি মিজানকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
২৪ মে (মঙ্গলবার) দুপুরে মাসদাইর কেতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান ফতুল্লা থানার মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের পুত্র।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে পিচ্ছি মিজানকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে তিনটি বড় চাকু, দুটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।