জেলা পরিষদের নির্বাচন আর মাত্র ২ দিন পর ১৭ সেপ্টেম্বর। যে কোন বিনিময়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হতে টাকার বান্ডিল নিয়ে ভোটারদের দুয়ারে ছুটে চলছেন ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বন্দরের ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ।
একটি সূত্র হতে জানা যায়, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলীর নিকট ভোট কেনার জন্য ৬ লাখ টাকা নিয়ে যান ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের প্রার্থী মাসুম আহম্মেদ।
ফজর আলী টাকা গ্রহন না করে ফিরিয়ে দিয়ে বলেন, আপনি আমার কাছে টাকা নিয়ে আসছেন কেন? আপনি যাবেন এমপি সাহেবের কাছে টাকা লাগলে এমপি সাহেব দিবে। এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন মাসুম চেয়ারম্যান। শুধু গোগনগর নয় ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে টাকা নিয়ে ছুটে চলছেন মাসুম আহম্মেদ।
জানা যায়, সেলিম ওসমান এমপির আর্শীবাদ নিয়ে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন মাসুম আহম্মেদ। তার প্রতিদ্ব›দ্বী শামীম ওসমানের আস্থাভাজন গতবারের সদস্য জাহাঙ্গীর হোসেন ও ছাত্রলীগ নেতা রাসেল শিকদার। বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও সদর উপজেলার ৭টি ইউনিয়ন মোট ১২টি ইউনিয়ন নিয়ে নির্বাচন হবে। সদরের ৭টি ইউনিয়ন হওয়ায় পশ্চিমের বাসিন্দা হিসেবে জাহাঙ্গীর হোসেন আছেন এগিয়ে। পক্ষান্তরে পূর্বপাড়ের বাসিন্দা হিসেবে মাসুম চেয়ারম্যান তার ৫টি ইউনিয়ন নিয়ে পরাজয়ের আশংকা আচ করতে পেরে ভোট কেনার মিশনে নেমে পড়েন মাসুম আহম্মেদ।
অপর প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীর হোসেন জানান, মাসুম আহম্মেদ প্রতি ভোটের জন্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা নিয়ে মাঠে নেমেছেন শুনেছি। এটা নিরপেক্ষ নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ভোটে জয় পরাজয় আছে। এটা মেনে এ মনমানসিকতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোট কিনতে হবে এটা কেমন কথা।
এ বিষয়ে জানতে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর মুঠোফোনে ফোকাস নিউজ এজেন্সি’র পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
জেলা পরিষদের সদস্য প্রার্থী মাসুম আহম্মেদ মুঠোফোনে ক্ষিপ্ত বলেন,আপনি আমাকে এভাবে জিজ্ঞেস করতে পারেননা। কে বলেছে আপনাকে এমন কথা। সেগুলো আপনার কাছেই রাখুন বলেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।