ফতুল্লার পোস্ট অফিস এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছে। বৃহস্পতিবার ০৮ ডিসেম্বর দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক সৈয়দ মোঃ শাওন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে অভিযুক্ত আসামী দাপা ইদ্রাকপুর রেম্বু ডাইং এলাকার মনির হোসেনের ছেলে মোঃ আবিদ (২৪)।
অভিযোগের বরাত দিয়ে সৈয়দ মোঃ শাওন জানান, ফতুল্লার পোস্ট অফিসের সেনা কল্যাণের সামনে আমার ভাঙ্গারীর দোকান আছে। আবিদ একজন মাদক সেবী এবং মাদক বিক্রেতা। চুরি ছিনতাই এবং চাঁদাবাজি করে চলে। ছিনতাইকারী আবিদ মাদক সেবন করে সারা রাত রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে এবং পথচারীদের নিকট কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে থাকে। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে বেশ কয়েকবার মারধর করেছে। তারপরও বিবাদী প্রতিনিয়ত মাদক সেবন করে চুরি ছিনতাই করে। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দুপুর আড়াইটার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলাম। ঐ সময় আবিদ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বলে যে, ২০ হাজার টাকা চাঁদা দিবি নাহলে তোকে মেরে ফেলবো। আমি চাঁদা দিতে অস্বীকার করলে সে আমাকে দোকানে থাকা বসার টুল উঠাইয়া মারার জন্য উদ্যত হয়। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলে বিবাদী আমাকে দোকানের মধ্যে অবরুদ্ধ করে রাখে। আমি কৌশলে মোবাইলে ভিডিও করে রাখি। এক পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে চিৎকার দিলে আবিদ আমাকে হুমকি দেয় যে, এ ব্যাপারে মামলা করলে জীবনে শেষ করে ফেলবো। এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে বিচার চাই।