ফতুল্লার ইসদাইর রেলষ্টেশন এলাকাটি যেন মাদক আর অপরাধীদের অভয়ারন্যে পরিনত হয়ে উঠেছে। মাদক বিক্রি ও সেবন নিয়ে প্রায়ই ঘটছে মারামারি ও খুনসহ নানাবিধ অপরাধ। আর তা নির্মুলে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলছে সেখানে বসবাসরত স্থানীয় বাসিন্দাগন। সর্বশেষ গত ৫ ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে খুন হয় মামুন নামে এক যুবক। নিহত মামুন ইসদাইর বুড়ির দোকান এলাকার প্রফেসরের বাড়ির ভাড়াটিয়া বাবুলের ছেলে। এ ঘটনায় মামুনের পিতা ফতুল্লা মডেল থানায় ১৬ জন নামীয় এবং ৫/৬জনকে অজ্ঞাত করে মামলা করলেও পুলিশ মাত্র ৪জনকে গ্রেফতার করলেও উক্ত এলাকার অপরাধ জগতের নক্ষত্র মাদক স¤্রাজ্ঞী সীমা ও তার দুই ছেলে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
সম্প্রতি মামুন হত্যা মামলার ১৬ নং আসামী সীমার বড় ছেলে উক্ত মামলার ৪ নং আসামী শিপনের হাতে থাকা বগি নিয়ে একটি ছবি ভাইরাল হলেও পুলিশ এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে না পারায় হতাশ উক্ত এলাকার বাসিন্দাগন। বগি হাতে শিপনের ছবি সবাই মুঠোফোনের মাধ্যমে দেখতে পেয়ে বিভিন্ন মানুষের মুখে উঠে আসে বিভিন্ন ধরনের কথা। কেউ বলছে মা সীমার হেরোইন বিক্রির টাকা আয়েশী জীবন-যাপনের পাশাপাশি বিভিন্ন দেশীয় অস্ত্রের ভান্ডার মজুত রেখেছে শিপন। ইসদাইর বাজার ও চাষাড়া রেলষ্টেশন এলাকায় বিগত সময়ে ঘটে যাওয়া মারামারি এবং হত্যাকান্ডে শিপনের অস্ত্র ভান্ডারের অস্ত্র দিয়েই প্রতিপক্ষের উপর হামলা চালানো হতো। মায়ের সাথে যুক্ত হয়ে হেরোইন বিক্রির পাশাপাশি শিপন নিজে টিকটক করতো বলে জানান স্থানীয়রা। একজন মাদক স¤্রাজ্ঞীর ছেলের হাতে কিভাবে এত অস্ত্র থাকে তা কারোর বোধগম্য নয়। আমরা চাই মামুন হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের পাশাপাশি সীমার ছেলে শিপন বাহিনীর হাতে রক্ষিত এসকল দেশীয় অস্ত্রগুলোও উদ্ধার করা হোক।
স্থানীয়রা জানান, ইসদাইর বস্তিতে বসবাস করে মিন্টুর স্ত্রী সীমা হেরোইন বিক্রি করে নারায়ণগঞ্জের বন্দরে প্রায় ১০০ শতাংশ জমি এবং মুন্সিগঞ্জে বিশাল একটি দৃষ্টিনন্দন অট্রালিকা নির্মান করেছেন তা কল্পনাতীত। তারা বলেন,প্রতিদিন ইসদাইর বাজার এলাকা এবং চাষাড়া ষ্টেশন এলাকায় প্রায় ৯ লক্ষ টাকা পাতা ( হেরোইন ) বিক্রি করাচ্ছে বিভিন্ন বয়সী মানুষ দিয়ে যাদের প্রতিদিনের রোজ ১ হাজার টাকা করে। পাশাপাশি উভয় এলাকায় পাতি নেতা,বিশিষ্ট ব্যক্তি এবং বিশেষ কিছু ব্যক্তি প্রতিদিনই মাসোয়ারা দিতো। যাদের তালিকায় পুলিশের সদস্যরাও নাকি রয়েছেন। মামুন হত্যা মামলায় যে ১৬ জনের নাম উল্লেখ করেছেন তার মধ্যে ৪ ও ৫ নং আসামী শিপন ও বিজয় হচ্ছে সীমার দুই ছেলে এবং ১৬ নং আসামী সীমা নিজেই।
তারা আরও বলেন,সম্প্রতি ইসদাইর ও চাষাড়া ষ্টেশন এলাকায় ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো সীমার ইন্ধনেই হয়েছে। স্বামী মিন্টু মিয়া এবং দুই ছেলে শিপন ও বিজয়ের দ্বায়িত্বে ছিলো প্রতিদিনের পাতা ( হেরোইন ) বিতরনের। নির্দিষ্ট লোক ব্যতিত অন্য কাউ’র কাছে হেরোইন সাপ্লাই দিতো না তারা তিনজন। যদি কেউ সীমার মাদক বিক্রিতে বাধা হয়ে দাড়াতো তাদেরকে নিজের সন্তানসহ বহিরাগত লোক এনে ( চানমারী বস্তির ) হামলা,মারধর এমনকি হত্যাকান্ডের মত অপরাধ সংগঠিত করতে কোন প্রকার দ্বিধাবোধ করতো না। মায়ের ব্যবসা নিজেদের আয়ত্বে রেখে মাদক বিক্রির টাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াতো সীমার দুই ছেলে শিপন ও বিজয়। প্রায় বছর খানেক পুর্বে ছোট ছেলে বিজয়কে ফতুল্লা থানা পুলিশ হেরোইনসহ আটক করেছিলো। কিছুদিন জেলখাটার পর বেড়িয়ে এসে পুনরায় শুরু করে মায়ের অপরাধের কারখানা হেরোইন বিক্রির ব্যবসা।
মামুন হত্যাকান্ডের পর সীমা ও স্বামীসহ দুই ছেলে গা ঢাকা দিলেও থেমে নেই তাদের অপরাধের মন্ত্র। এখনও আড়ালে চুপিসারে চলছে সীমার হেরোইন ব্যবসা। পাশাপাশি মামুন হত্যাকান্ড ভিন্নখাতে প্রবাহিত করছে নানা প্রকার অপ-তৎপরতা।
আউয়াল নামে এক ব্যক্তি জানান,মারামারি কিংবা হত্যা করানো যেন সীমার বা হাতের খেলা। কারন সীমার কাছে রয়েছে কোটি টাকা। হেরোইন বিক্রির টাকা দিয়ে সে বিভিন্ন অপরাধকে দ্রুত ধামাচাপা দেয়ার ব্যাপারে খুবই পারদর্শী। বিগত সময়ে ইসদাইর কিংবা চাষাড়া ষ্টেশন এলাকায় মারামারি কিংবা হত্যাকান্ড সর্ম্পকিত বিষয়ে টাকার বিনিময়ে ছাড় পাওয়ার ফলে কোন অপরাধই অপরাধ বলে মনে হয়না সীমা ও তার দুই ছেলের কাছে। মামুন সর্ম্পকে তিনি বলেন,মামুনকে সেভাবে হত্যা করেছে তা কারোর কাছেই কাম্য নয়। সীমার নির্দেশে তার দুই ছেলে এবং সঙ্গীয়রা ইসদাইর বাজার ও আশপাশ এলাকায় এতটাই বেপরোয়া যে কারোর ক্ষমতা নেই তাদের রুখবে। তিনি আরও বলেন,চানমারীর মাদক স্পটটি বন্ধ হওয়ার পর থেকে ইসদাইর বাজারসহ আশপাশ এলাকায় যেহারে মাদকের প্রবনতা বেড়েছে তা রোধে পুলিশের কোন ব্যবস্থাপনা না থাকায় মাদক বিক্রি কিংবা সেবন আবার আধিপত্য বিস্তারের জন্যই একের পর এক হত্যাকান্ড ঘটছে। স্থানীয় কিছু পাতি নেতা,পুলিশ কিংবা বিশেস ব্যক্তিরাও নিয়মিতভাবে সীমার কাছ থেকে টাকা নেয়ার ফলে অনেক প্রতিবাদী ব্যক্তিরা প্রতিবাদের রাস্তা থেকে সরে গিয়ে চুপসে থাকেন। কারন যেখানে সরষের ভেতরে ভুতের বসবাস থাকে সেখানে চোখে দেখেও না দেখার ভান করতে হয় নিজের এবং পরিবারের মুখে দিকে তাকিয়ে।
নিহত মামুনের পরিবারসহ ইসদাইর এলাকার বাসিন্দাগন দ্রুত হত্যাকান্ডের বিচার দাবী করে বলেন,সীমা ও তার দুই ছেলেসহ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করে রিমান্ডে নিলেই বিগত সময়ে ইসদাইর বাজার ও চাষাড়া ষ্টেশন এলাকায় ঘটে যাওয়া হত্যাকান্ডসহ বিভিন্ন অপরাধের সন্ধান পাওয়া যাবে। তাই আমরা সীমা ও তার দুই ছেলেসহ সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতারে জেলা পুলিশ সুপারের সদয় হস্তক্ষেপ কামনা করছি।