নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ১৭ ডিসেম্বর দুপুরে ধর্ষক সহ তার পরিবারের হুমকি-ধমকির পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর বালুরমাঠ সংলগ্ন পেস্কারের বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগী শেফালী আক্তার (ছদ্মনাম) সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-৮৮৬।
গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টাদর্শীকে ধর্ষণের অভিযোগ পাকনা রিফাতের বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে ওইদিনই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামলা গ্রহণ করে। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ২৫(৫)২২।
ভুক্তভোগী শেফালী আক্তার (ছদ্মনাম) জানান, গত শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ১১টায় শফিকুল ইসলাম রিফাত ওরফে পাকনা রিফাত ও তার বাবা-মা সহ আমার বাসায় এসে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-ধমকি দেয়। একপর্যায়ে আমাকে পাকনা রিফাত ও তার বাবা-মা আমাকে ও আমার মাকে মারতে আসলে আমি চিৎকার দেওয়ায় আশেপাশের লোকেরা ছুটে আসলে ওরা হুমকি দেয় যে অচিরেই মামলাটি তুলে না নিলে যেকোন সময় আমাকে মেরে ফেলবে। এই প্রাণনাশের ঘটনাকে কেন্দ্র করে শনিবার ১৭ ডিসেম্বর দুপুরে আমার ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি ডায়েরি দায়ের করেছি।
উল্লেখ্য, স্কুলে যাতায়াতের সময় পরিচয়, ফেসবুক ম্যাসেঞ্জারে কথাবলা এবং মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে বাসায় নিয়ে ধর্ষণ করেছে বলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল উত্তর পাঠানটুলি এলাকার আলাউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম রিফাত ওরফে পাকনা রিফাতের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় শেফালী আক্তার (ছদ্মনাম) নামে এক অষ্টদর্শী সিদ্ধিরগঞ্জ থানায় রিফাত গংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর নারায়ণগঞ্জের স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরপর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামলা গ্রহণ করে।