আদালতে মামলা চলমান জমি দখল করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পালালো ফতুল্লার চিহ্নিত ভূমিদস্যু ধনু মিয়াসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। ফতুল্লার মাসদাইর রূপায়ন গার্মেন্ট এর পূর্ব পাশের এক সংখ্যালঘুর জমি দখল করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। এদিকে সংখ্যালঘু বিদ্যু কুমার দাসের দখলকৃত সম্পত্তি যে অবস্থায় রয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একই অবস্থানে বহাল রাখার জন্য ভূমিদস্যু ধনু মিয়াকে সতর্ক করে দেয়া হয়েছে ফতুল্লা পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় শুক্রবার রাতে বিদ্যু কুমার দাস বাদী হয়ে চিহ্নিত ভূমিদস্যু ভূমি খেকু ধনু মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বিদ্যুৎ কুমার দাস উল্লেখ্য করেন, ফতুল্লার পূর্ব মাসদাইর, রুপায়ন গার্মেন্টর পূর্ব পাশে ফতুল্লা মৌজায় ১০৫ আর ৩৩৪, সিএস ৮৪, সিএসএ – ২৯৯, আরএস- ৩১৯ নং ৪২ শতাংশ সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। ফতুল্লার চিহ্নিত ভূমিদস্যু ধনু মিয়া দীর্ঘদিন যাবত উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। এ ঘটনায় একাধিকবার থানায় অভিযোগ দায়ের করা হলেও কোন সময়েই সঠিক কোন প্রকার কাগজপত্রাদি দেখাতে না পেরে অপমান হয়ে চলে আসেন। অভিযোগ তদন্তভারের দায়িত্বে থাকা তদন্তকারী কর্মকর্তা বদলী হলেই আবারো পূরানো কৌশলে বিদ্যুৎ দাসের জমি দখলের পায়তারা চালিয়ে আসে ভূমিদস্যু ধনু মিয়া। এছাড়াও উক্ত ঘটনায় ধনু মিয়া সংখ্যালঘু বিদ্যুৎ দাসের সম্পত্তি ভোগ দখল করার জন্য চেষ্টা অব্যহত রাখে এবং বিভিন্ন সময় উল্লেখিত সম্পত্তি ছাড়িয়া দিতে বলে। তাহার কথায় রাজি না হলে বিভিন্ন ধরনের হুমকি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে থাকেন ভূমিদস্যু ধনু মিয়া। ভূমিখেকো ধনু মিয়ার অব্যাহত হুমিকিতে কোন কূল কিনারা না পেয়ে জেলা জজ আদালত একটি মামলা দায়ের করেন বিদ্যুৎ দাস। যার মামলা নং-১২/২০২২। মামলাটি বর্তমানে চলমান আছে এবং আদালত মামলাটি শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে সম্পত্তিতে কোন প্রকার কাজ করিতে বাধা নিষেধ এর আদেশ প্রদান করেন আদালত। কিন্তু ভূমিদস্যু ধনু মিয়া আদালতের নির্দেশ অমান্য করে বিভিন্ন সময়ে উক্ত সম্পত্তি ভোগ দখল করার পায়তারা চালিয়ে আসছে। গত শুক্রবার রাতে ভূমিদস্যু ধনু মিয়াসহ তার সন্ত্রাসী বাহিনী বিদ্যুৎ দাসের পৈত্রিক সম্পতিতে অনাধিকারভাবে প্রবেশ করে বালু দিয়ে ভরাট করার চেষ্টা করে। এ অবস্থায় নীরিহ সংখ্যলঘু বিদ্যুৎ দাস কোন উপয়ান্ত পেয়ে আইনগত সহযোগিতার জন্য ভূমিদস্যু ধনু মিয়াসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের বকরেন। বিষয়টি সমাধানের জন্য ফতুল্লা মডেল থানার ওসি সুযোগ্য ওসি রোজউল হক দিপু তদন্তভার এস আই হুমায়ুন কবীরকে প্রদান করলে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূমিদস্যু ধনু মিয়াসহ তার সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। এ সময় ফতুল্লা পুলিশের এস আই হুমায়ুন কবীর বলেন, আদালতের নির্দেশ অমান্য করে একটি পক্ষ সংখ্যালঘু বিদ্যুৎ দাসের জমি দখলের চেষ্টা করে। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আসে। আদালতের নির্দেশ যে অমাণ্য করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।