বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর ও মারধরের আভিযোগ উঠেছে ইব্রাহিমগং এর বিরুদ্ধে। ২৩ ডিসেম্বর(শুক্রবার) রাতে বন্দর আমিন আবাসিক এলাকার ১নং গলির মাহবুব অর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় মাহবুব অর রশিদ বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মাহবুব অর রশিদ বলেন, আমিন জামে মসজিদ কমিটির বিষয়কে কেন্দ্র করে ইব্রাহিম সরকার, মাসুদ, জাহাঙ্গির সরকার এর সাথে আমার পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার এশার নামজ পরে বাড়ি ফেরার পথে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং আমাকে মারধর করতে আশে এসময় উপস্থিত লোক জন তাদের বাধাদেয় এবং তারা চলে যায়। পরে রাত ৯টার দিকে বিবাদিসহ আরো অঞ্জাত ২০/২৫ জন লোক আমার নিজ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে এসময় আমার ছেলে জুবায়েদ হোসেন তাদের বাধা দিলে তারা আমার ছেলেকে মারধর করে। এসময় আশপাশের লোক চলে আসলে তারা প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে অভিযোগ তদন্তকারি কর্মকর্তা এস আই বারেক হাওলাদার বলেন, আমির কাছে একটি অভিযোগ এসেছে আমি অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।