নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগরে কিশোর গ্যাং লিডার মোমেন বাহিনীর হাতে গুরুতর রক্তাক্ত জখমের ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় গুরুতর রক্তাক্ত জখম শফিকুলের বাবা নওয়াব মিয়া বাদী হয়ে মোমেন কে প্রধান আসামী করে শনিবার (২৩ ডিসেম্বর) মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় মধ্যনগর বড় জামে মসজিদ সংলগ্ন স্থানে কিশোর গ্যাং লিডার গফুর মিয়ার পুত্র মোমেন,মুছা মিয়ার পুত্র মুজাহিদ, মৃত খোরশেদের পুত্র কসাই শরীফ সহ অজ্ঞাত নামা ৫/৬ মিলে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কুপিয়ে শফিকুল ইসলাম কে গুরুতর রক্তাক্ত জখম করে। শফিকুলের স্বজনরা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শফিকুল ইসলাম।
এর আগে এ ব্যাপারে মধ্যনগর গ্রামের মৃত ফজর আলীর পুত্র নওয়াব মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
মামলায় আরো উল্লেখ করেন উপরে উল্লেখিত আসামী সহ অজ্ঞাত নামা ৫/৬ জন আমার ছেলে ভিকটিম শফিকুল ইসলামের সাথে একত্রে চলাফেরা করিতো। চলাফেরা কালে তাদের মধ্যে মত বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে বিবাদীরা আমার ছেলেকে বিভিন্ন সময়ে মারিয়া ফেলার জন্য হুমকি দিতো। ২২ ডিসেম্বর সকাল ১০ টায় আমার ছেলে শফিকুল ইসলাম আমার বাড়ীর মধ্যে থাকা নিজেদের মুদি দোকানে বসা ছিল। ঐ সময় পূর্ব শত্রুতার জের হিসাবে উক্ত বিবাদীগন হাতে ধারালো ছোরা, গরুর মাংশ কাটার ধারালো ছুরি ইত্যাদি সহ আমার দোকানে আসিয়া ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আমার ছেলে প্রতিবাদ করিলে ১নং বিবাদী তার হাতে থাকা ধারালো ছোরা দিয়া হত্যার উদ্দেশ্য ঘাড়ের পিছনে কোপ মারিয়া বাম কান হইতে ডান কান পর্যন্ত গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তখন আমার ছেলে চিৎকার দিয়া মাটিতে পড়িয়া গেলে ২নং ও ৩নং বিবাদীর নিকট থেকে গরুর মাংশ কাটা ধারালো ছুরি নিয়া বাম পায়ের রানের নিচে পার দিয়া হাড় ভেদ করিয়া মাংশ বাহির করিয়া ফেলে। ৩নং বিবাদী হত্যার উদ্দেশ্য আমার ছেলের বুকের উপরে একাধিক লাথি মারিতে থাকে। ফলে আমার ছেলে জ্ঞান হারাইয়া ফেলে।অজ্ঞাত নামা বিবাদীগন ও আমার ছেলে কে মারধর করে। পরবর্তীতে ১নং বিবাদী আমার দোকানের ক্যাশে থাকা ১২ হাজার টাকা এবং ২নং বিবাদী আমার ছেলের একটি ৩০ হাজার টাকা মুল্যের একটি স্যাসমাং মোবাইল নিয়ে নেয়। আমি মাঠে কাজ অবস্থায় ঘটনা প্রত্যক্ষ করিয়া চিৎকার দিলে বাড়ীর লোকজন সহ আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে ছেলেকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার আমার ছেলের অবস্থা আশংকাজনক দেখিয়া ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে।
এলাকাবাসী জানান বর্তমানে দুইজন মেম্বারের শেল্টারে মধ্যনগরে কিশোর গ্যাং ব্যপক হারে বেড়ে গেছে। যারা ঐ মেম্বারের বিরুদ্ধে নির্বাচন করেছিল তাদেরকে কিশোর গ্যাং বাহিনী দিয়ে শায়েস্তা করাচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।