আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মেসার্স মাহবুব বিকস ও আমতলী সদর ইউনয়নের এমএস বিকসে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভাটা দুটো বন্ধ করে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
লাইসেন্স না থাকায় মেসার্স মাহবুব বিকস এর ম্যানেজার মোঃ ফারুক হোসেনকে (৫০) গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহফুজুর রহমান আমতলী থানা পুলিশের সহায়তায় ভাটা দুটিতে অভিযান পরিচালনা করেন। উপজেলার হলদিয়া ইউনিয়নে ইট ভাটার লাইন্সেস না করেই মেসার্স মাহবুব বিকসে ইট তৈরী এবং সদর ইউনয়নের জ্বালাণী হিসেবে কাঠ পুড়ে এমএস বিকসে ইট নির্মাণ করেন।
ইট প্রস্তুত আইন- ২০১৩ এর ১৪ ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেসার্স মাহবুব বিকস এর ম্যানেজার মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং পানি দিয়ে ওই ভাটার চুল্লি বন্ধ করে দেয়া হয়।
অপরদিকে ইট তৈরীতে কাঠ পোড়ার অপরাধে সদর ইউনয়নের এমএস বিকসের চুল্লি পানি দিয়ে ভিজিয়ে সেটিও বন্ধ করে দেয়া হয়েছে।
বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন, ইট প্রস্তুত আইন- ২০১৩ এর ১৪ ধারা অমাণ্য করে ইট তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুটি ইট ভাটা বন্ধের পাশাপাশি একটি ইট ভাটার ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।