রূপগঞ্জ কেয়ারীয়া উত্তরপাড়া কালীমন্দির সংলগ্ন কেয়ারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবৈধ ভাবে নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠানের নামে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে স্কুলের মাঠ দখল করে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে প্যান্ডেল তৈরি করেছেন হরি আনন্দ কুটু, মরণ চাঁন ও অপু সরকার গংরা। বছরের শুরুতেই যখন কোমলমতি শিশুরা বই পুস্তক নিয়ে আনন্দে আত্মহারা এবং সকালে এসেই স্কুল মাঠে খেলার আনন্দ সবই ম্লান করে দিচ্ছে কীর্তন অনুষ্ঠানের নামে এই চক্রটি।
সরেজমিনে গিয়ে দেখা যায় অভিভাবক ও স্কুলে আগত শিশুদের চোখে মুখে হতাশা, যেন ভারী এক সকাল। মাঠ দখল করে অনুষ্ঠানের বিষয়ে মুঠো ফোনে আলাপকালে স্কুলের প্রধান শিক্ষিকা আজিজা খানম বলেন, তারা কারো কোন অনুমতি না নিয়ে স্থানীয় প্রভাব খাটিয়ে প্যান্ডেল করেছে, যাহা কোন ভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য মেসেঞ্জারে একটি সুপারিশ করেছেন অনুষ্ঠান করতে দেওয়ার জন্য, আপনারা জানেন আমি একজন প্রধান শিক্ষক হিসেবে মন্ত্রীর কথা না রাখার কোন ক্ষমতা রাখি না।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি বলেন বছরের শুরু আর শেষে নয়, পাঁচ দিনব্যাপী স্কুল মাঠ দখল করে অনুষ্ঠান করার অনুমতি বা সুপারিশ মাননীয় প্রধান মন্ত্রীও করবেন না। মন্ত্রী কেন, আপনারা অবগত করেছেন ,আমি ব্যবস্থা নিয়ে বন্ধ করে প্যান্ডেল সরিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় দুইদিন অতিবাহিত হলেও তিনি অদৃশ্য কারণে স্কুল মাঠ খালি করতে ব্যর্থ হন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ বলেন, আমি অবগত হয়েছি, দ্রুত ব্যবস্থা নিব, কোন অবস্থাতেই স্কুলের পাঠদান বন্ধ করে, স্কুল মাঠে কোন ধরনের অনুষ্ঠান করতে দেয়া হবে না। বিষয়টা নিয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা উপ-পরিচালক মোঃ ইমামুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত মরণ চাঁন, হরি আনন্দ কুটু ও অপু সরকার গংদের সাথে আলাপ কালে তারা বলেন, আমরা আমাদের এমপি গোলাম দোস্তগীর গাজী সাহেবের বাসায় গিয়েছি, তিনি অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন ও শিলা পাল মন্ত্রীর অনুগত ও জেলা পরিষদ সদস্য, তারাও অনুমতি দিয়েছেন।
বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার ও সভাপতি জে.এল ভৌমিক বলেন আমরা আমাদের ধর্মীয় নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠান সবুজ সরকার ও শীতল সরকার গংদের করতে অনুমতি দিয়েছি এবং শিপন সরকার শিখন কে দায়িত্ব দিয়েছি, তাদের বাহিরে আপনারা যাদের নাম বলছেন, তাদের কেউ আমাদের কাছে আসেও নি, আমরা তাদের তেমন চিনিও না। যদি হরি আনন্দ কুটু, অপু সরকার ও মরণ চাঁন গংরা স্কুল মাঠ দখল করে ধর্মীয় অনুষ্ঠান করে, তা কোন ভাবেই গ্রহণযোগ্য বা কাম্য নয়, প্রশাসন যেন তা বন্ধের ব্যবস্থা গ্রহণ করে প্যান্ডেল সরিয়ে দিয়ে স্কুলের পাঠদান স্বাভাবিক রাখার ব্যাবস্থা গ্ৰহন করার অনুরোধ করছি।