ফতুল্লার দেওভোগ বাশমুলি এলাকা থেকে তুলে নিয়ে মো.আফজালকে রগ কেটে হত্যার ঘটনায় ২২ জনকে আসামী করে মামলা করেছে নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় ইতোমধ্যে প্রধান আসামী রাজু প্রধানের বাবা মামলায় এজাহারনামীয় আসামী রিয়াজ প্রধান ও তার পায়েল প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলায় অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
আফজাল হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা এবাদুল হোসেন প্রধান বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছে। এতে ১৬ জনের নাম উল্লেখ্য করা হয়। আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। স্থানীয়রা জানান,মামলায় গ্রেফতারকৃত রিয়াজ প্রধানের তিন ছেলে রাজু প্রধান,সাজু প্রধান ও পায়েল প্রধান তিনজনই এলাকায় দূর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত। পিতা রিয়াজ প্রধানের আস্কারায় অনেকটাই ভয়ংকর হিসেবে এলাকায় আবির্ভুত হয়ে তিন সন্তান। এর সাথে রয়েছে ছোটবোনের ছেলে সোলেয়মান হোসেন ওরফে সায়মন। আর রাজু প্রধানের অপরাধ সম্রাজ্য চালাতে রয়েছে রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল,রাশেদ,রাশু,হিটলার,ভোমড়া রাসেল,কাউসার মুন্সি,সালাউদ্দিন,সফিকুল ইসলাম প্রধান,শামীম এবং আপন চাচা সফিউল্লাহ সফিসহ প্রায় ২০/২৫ জনের একটি চক্র। যে চক্রটির মুল কাজই ছিলো বিভিন্ন বড় বড় অপরাধ সংঘটিত করে এবং স্থানীয়দেরকে ভীতি প্রদর্শন করে চাদাঁবাজি,মাদক,জমি দখল,চুরি,ছিনতাই, দেহ-ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করা। আর ওদের কৃত অপরাধের প্রতিবাদ করলেই প্রকাশ্যে কিংবা রাতের আধারে চালাতো নির্যাতনের ষ্টিমরোলার।
পুলিশ মামলার প্রধান আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী রাজু বাহিনীর প্রধান রাজুর বাবা রিয়াজ প্রধান ও ভাই পায়েল প্রধানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত উভয়েই মামলার এজাহার নামীয় যথাক্রমে ১৬ ও ১৪ নাম্বার আসামী। গ্রেফতারকৃতদের পাচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়ে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের দাবী,রাজু প্রধান প্রায় ২০টি মামলার আসামী এবং তার সাথে থাকা প্রতিটি সদস্য’র বিরুদ্ধে কমপক্ষে ১০টি করে মামলা রয়েছে। প্রায় ৩ মাস পুর্বে রাশেদকে আহত করার ঘটনার পর থেকেই পলাতক ছিলো রাজু প্রধান। পরবর্তীতে পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে ছোট বউ নিয়ে বন্দরের মদনগঞ্জে বসবাস করলেও প্রতিদিনই রাতের আধারে এলাকায় এসে স্থানীয় প্রতিবাদীদেরকে বিভিন্নভাবে প্রান নাশের হুমকী দিতো তার বাহিনীর সদস্যদের নিয়ে।
এদিকে আফজাল হত্যাকান্ডে জড়িত রাজু বাহিনীর প্রধান রাজুসহ সকল আসামীদেরকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান নিহত আফজালের পরিবারসহ কাশিপুর ইউপির ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন। তারা ফতুল্লা থানার অফিসার ইনচার্জের কাছে অনুরোধ জানান, যেন রাজু প্রধানসহ মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করে আইনের মাধ্যমে এমন সাজা প্রদান করেন যেন ভবিষ্যতে দেশের কোন এলাকায় এমন হত্যাকান্ডে না ঘটে।