নারায়ণগঞ্জের বন্দরে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩জনকে আটক করা হয়েছে। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো, কক্সবাজার সদরের পশ্চিম লাহারপাড়া এলাকার মৃত আবু সমবার ছেলে মো. সৈয়দ করিম(২৮), ফরিদপুর সদরের শোলা কুন্ডু এলাকার মৃত কলিম উদ্দিন শেখ’র ছেলে মো. আল-আমিন (২৫) ও ফরিদপুর মধুখালী দস্তরশিয়া এলাকার মো. নওয়াব আলী চৌধুরীর ছেলে মো. আশিক চৌধুরী(২৩)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোলাম মোস্তফা রাসেলের স্বাক্ষরিত ও অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা’র প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ.এম. মাহমুদ সহ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র চট্টগ্রাম থেকে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা হয়। পরে ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড একটি ট্রাকে অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ও ট্রাক বন্দর থানা হেফাজতে আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা চট্টগ্রাম হতে ইয়াবার চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনায় বন্দর থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।