ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি-জমা সংক্রান্ত বিরোধে নিহত হওয়ার ঘটনার মামলায় পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার ভোর ৪টায় সোনারগাঁয়ের কাজিরগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন আড়াইহাজার নয়নাবাদ এলাকার মৃত.আতাউর রহমানের ছেলে আবু সায়েম এবং তার স্ত্রী সাথী বেগম।
র্যাবের এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি তা জানানো হয়।
র্যাব জানায় ভিকটিমের পূর্ব হইতে বিরোধ ছিল। জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে ৩রা এপ্রিল সকালে গ্রেফতারকৃত আসামীরা ভিকটিম এর মেয়েকে মারধর করে এবং দুপুরে ভিকটিম মসজিদে যাওয়ার সময় রাস্তায় প্রতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। গুরুতর আঘাতপ্রাপ্ত ভিকটিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে।