ফতুল্লায় ধর্ষণের অভিযুক্ত পলাতক আসামীকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর আসামী মনিরকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) নোয়াখালীর সুধারাম থানার মাইজদি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মনির উদ্দিন (৩৩)। সে নোয়াখালীর হাতিয়া থানার পূর্ব সোনাদিয়া গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূক্তভোগী নারীর সাথে ব্যবসা ছিল মনির উদ্দিনের। পরে ব্যবসায়ীক পরামর্শ প্রদান করতে গিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে মনির। সম্পর্কের সুযোগ নিয়ে আসামী মনির উদ্দিন বাদীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০২১ সালের ২৮ মে থেকে ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক বার ধর্ষণ করে। মনির উদ্দিনকে বিয়ের জন্য একাধিকবার বললেও বিবাদীকে আজ কাল বিয়ে করবে বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপন করাতে থাকে। একপর্যায়ে ভিকটিমকে সান্তনা দেয়ার জন্য মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে নোয়াখালী পালিয়ে যায়। এ ঘটনায় ১ এপ্রিল ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪।
এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর গোয়েন্দা দল ধর্ষণ মামলার একমাত্র আসামী মনির উদ্দিন(৩৩)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।