নারায়ণগঞ্জের চিহ্নিত প্রতারক ও মামলাবাজ কামাল প্রধান এবার ফেঁসে যাচ্ছেন। জাল স্বাক্ষর ও ভুয়া টিপসই দয়ে দলিল সৃজন করায় তার বিরুদ্ধে বন্দর থানায় একটি প্রতারনার মামলা দায়ের হয়। মামলা নং-৪৫। উক্ত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং এই মামলায় প্রতারক কামালের ৭ বছর বা তারও বেশী জেল জরিমানা হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০৩ সালের অক্টোবরের ১৭ তারিখের তফসিলভুক্ত সম্পত্তি দলিল নং-৩০২৫ মুলে ১০ শতাংশ ২০০৭ সালের ২৯ জুলাইয়ের দলিল নং-২৮০৬ মুলে ৪ শতাংশ সম্পত্তি এবং দলিল নং-১৮১৩ মুলে ২ শতাংশ সর্বমোট ১৬ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে সীমানা নির্ধারণ করত: ভোগ দখলে নেই মোঃ আনিসুর রহমান। দীর্ঘদিন প্রবাসে অবস্থান শেষে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশে আসার পর নি¤œ তফসিলভুক্ত সম্পত্তিতে গিয়ে জানতে পারে বন্দর থানাধীন ১১৩নং বাগবাড়ির আবুল প্রধানের কুলাঙ্গার ছেলে প্রতারক কামাল প্রধান ২০১০ সালের ৩০ আগষ্ট বন্দর সাব রেজিষ্ট্রি অফিসের মাধ্যমে আনিসুর রহমানের নাম জাল স্বাক্ষর ও টিপসই দিয়ে ভুয়া পাওয়ার অব এ্যাটর্নী দলিল সৃজন করে প্রতারণার আশ্রয় নিয়ে বিক্রি করে দেয় নবীগঞ্জের আক্তারুজ্জামানের কাছে। উক্ত বিষয়ে কামাল প্রধানকে খুজে বের করে আনিসুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করলে উল্টো ভয়ভীতি দেখিয়ে আনিসুর রহমানকে মেরে ফেলার হুমকী দেয় এবং জায়গা সম্পত্তি ফেরত চাইলে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে কোন উপায়ন্তুর না পেয়ে আনিসুর রহমান বন্দর থানায় কামাল প্রধানকে আসামী করে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/৪০৬/৫০৬/৩৪ ধারায় গত ২০১৯ সালের ৩১ অক্টোবর নিয়মিত মামলা দয়ের করেন। মামলা নং-৪৫। মামলাটি পরবর্তীতে ২০২০ সালের ১৫ ডিসেম্বর সিআইডি নারায়ণগঞ্জের উপ-পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম প্রতারক কামালের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। বর্তমানে মামলাটি বিচারাধীন অবস্থায় স্বাক্ষী চলছে। আদালত সূত্র বলছে কামাল প্রধান একটি দুরন্দর লোক তার প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়েছে জেল জরিমানাসহ তার বিরুদ্ধে দীর্ঘ ৭ বছর বা তারও অধিক সাজা হতে পারে। আর এই ভয়ে প্রতারক কামাল প্রধান বাদী আনিসুর রহমান মিয়াকে ঘায়েল করতে তার বিরুদ্ধেসহ আরো কয়েকজনকে আসামী করে ২০২০ সালে একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে বন্দর থানায় মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিকার চেয়ে মোঃ আনিসুর রহমান ২০২১ সালের ২২ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করে। আবেদনটিতে কামাল প্রধানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। প্রতারক কামালের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল আদালতে শুনানীর জন্য দিন ধার্য আছে। বর্তমানে আনিসুর রহমান জীবনের নিরাপত্তা চান এবং ন্যায় বিচারের স্বার্থে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আর ন্যায় বিচারের আশায় আদালতের দিকে চেয়ে আছে ভুক্তভোগী আনিসুর রহমান।