নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছর বয়সী শিশু শামীমকে অপহরণের অভিযোগে দুলালী বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নিখোঁজ শিশু শামীম ফতুল্লার শাসনগাও বিসিক কলাবাগান এলাকার হাবিবুর রহমান ওরফে হাবুল্লার বাড়ির ভাড়াটিয়া মোঃ আরিফ মিয়ার ছেলে।
সোমবার (২৪ এপ্রিল২০২৩) সকালে তাকে ফতুল্লার শাসনগাও বিসিক এলাকা থেকে দুলারী বেগমকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০ এপ্রিল নিজ বাড়ীর সামনে থেকে শিশুটিকে অপহরন করে নিয়ে যায় দুলালী বেগম।
গ্রেফতারকৃত দুলালী বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার রাজিবপুরের রাধানগর লালদীঘির মৃত জাহিদের স্ত্রী।
শামীম অপহরণের ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত দুলালী বেগম সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে নিখোঁজ শামীম তার দুই বন্ধু রকি (১০) ও মেহেদী (৯) কে নিয়ে নিজ বাড়ীর সামনে খেলা করছিলো। এমন সময় অভিযুক্তরা শামীম সহ তার বন্ধুদের কে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তাদের সাথে যেতে বলে। এতে তারা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে অভিযুক্তরা পুনরায় এসে বাদীর ছেলে শামীম কে টাকা প্রলোভন দেখিয়ে তাদের সাথে করে একটি অটোরিক্সায় করে ঢাকা-নারায়ণগঞ্জ রোড দিয়া কাশীপুরের দিকে চলিয়া যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহাসিন জানান, মামলা হয়েছে। অভিযুক্তনামীয় আসামী দুলালী বেগমকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারসহ জড়িত সহযোগিদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে ।