নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় হাফেজ মোঃ সফিকুর রহমানের ভোগ দখলীয় সম্পত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে এলাকার প্রভাবশালী ভুমিদস্যু জয়নাল মল্লিক গং এর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করে ও কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি। হাফেজ মাওলানা সফিকুর রহমান জানান,মৌজা-ধর্মগঞ্জ,সিএস খতিয়ান-১৮২,এস এ খতিয়ান ১৮৪ আর এস ও সিএস দাগ ৪৩৭ আরএস দাগ ৮০২নং বাড়ী মং ৬৫ শতাংশ তার কাতে ৩২.৫০অযুতাংশ। ইহার কাতে ১৫.৯১অযুতাংশ তার কাতে ০৯.২৪ সম্পত্তি হতে ০৭ শতাংশ। যার চৌহদ্দীঃ-উত্তরে রাস্তা। দক্ষিনে-সরকারী হালট পূর্বে আলেক চাঁন পশ্চিমে রাস্তা। তফসিল ভুক্ত সম্পত্তি নিয়ে মোকাম- বিজ্ঞ সিনিয়র সহকারী,২য় আদালত,নারায়ণগঞ্জ,দেওয়ানী মামলা নং-২০২/২১ বর্তমানে চলমান আছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে বর্ণিত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তপসিল ভুক্ত নালিশা সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে। আগামী ইং-০৭/০৮/২০২৩ তারিখ এসআর ও জবাব তদ্বীর এর জন্য দিন ধার্য্য করেন। অথচ প্রভাবশালী ভুমিদস্যু জয়নাল মল্লিক গং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ থাকা সত্বে ও গত বৃহস্পতিবার (৪ মে ২০২৩) সকাল ৮ টায় দিকে লোকজন নিয়ে জোর-জবর ভাবে তফসিল ভুক্ত সম্পত্তিতে কাজ শুরু করেন। এ ব্যাপারে আইনের সহায়তা কামনা করে হাফেজ মোঃ সফিকুর রহমান ফতুল্লা মডেল থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এ এস আই ওবায়দুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। এ এস আই ওবায়দুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিবাদী পক্ষকে কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিলে বিবাদী পক্ষ চলে যায়। এরপর গত ০৫/০৫/২০২৩ইং তারিখ সকাল ৮.০০ ঘটিকায় বিবাদী পক্ষ লোকজন নিয়ে বেআইনীভাবে জোর-জবর কাজ শুরু করেন এবং বাদী পক্ষকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন। এ ব্যাপারে বাদী পক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল ইসলামকে জানালে, তিনি বাদী পক্ষকে আদালতে যেতে বলেন। বর্তমানে বাদী পক্ষ জীবনের নিরাপত্তাহীনতায় আতংকের মধ্যে বসবাস করছেন। এ ব্যাপারে হাফেজ মোঃ সফিকুর রহমানের পরিবারের পক্ষ হতে সংশ্লিষ্ঠ উর্ধŸতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।