নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রেললাইন একটি আলোচিত স্থানের নাম। মাদক বিক্রি,চুরি-ছিনতাই,ইভটিজিং,মাদক বিরোধে হত্যাকান্ড এমন কোন ঘটনা নেই যা প্রতিনিয়ত ঘটছে উক্ত এলাকায়। আর এ এলাকার বিভিন্ন অপরাধের জন্য পেছন থেকে যিনি বিভিন্ন অপরাধীদেরকে সহযোগিতা করে যাচ্ছেন তিনি হলেন মো: হোসেন। উক্ত এলাকায় চুরি-ছিনতাই-মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধ সা¤্রাজ্য চালাতে যার রয়েছে প্রায় ২৫/৩০ জনের একটি বিশাল সিন্ডিকেট।
কে এই হোসেন: ইসদাইর এলাকার গনি মোল্লার ছেলে হোসেন এক সময়ে ইসদাইর জনতা টেক্সটাইলের সামনে বসে মাছ বিক্রি করতো। চোখের সামনে হতে যাওয়া বিভিন্ন অপকর্মগুলো দেখতে দেখতে এক সময়ে তিনি নিজেও জড়িয়ে পড়েন অপরাধ জগতে। আর সেই সা¤্রাজ্যে চালাতে বিপথগামী ছেলেদের নিয়ে গড়ে অপরাধ এর বিশাল বাহিনী। যে বাহিনীর সদস্যরা মাদক বিক্রি, মোবাইল ফোন ছিনতাই,রাতের আধাওে ইসদাইর ও আশপাশ এলাকায় বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করা এবং চুরি ও ছিনতাইকৃত মালামাল লিডার হোসেনের কাছে বুঝিয়ে দেয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন,ইসদাইর এলাকার আশপাশে এমন কোন অপকর্ম নেই যা হোসেনের বাহিনীর দ্বারা সংগঠিত হয়নি। সম্প্রতি মাদক সংক্রান্ত বিষয়ে মামুনসহ যেক’টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার পেছনে অবদান রয়েছে এ হোসেনের। এখানে সীমাসহ যারাই মাদক বিক্রি করছে তারা প্রত্যেকেই হোসেনকে মাসোহারা দিতে হতো। যদি কেউ তা দিতে অনীহা প্রকাশ করতো তাহলে অত্যন্ত সুকৌশলে হোসেন উক্ত ব্যবসায়ীদের মাঝে অন্তদন্ধ শুরু করিয়ে হত্যাকান্ডসহ বিভিন্ন অঘটন ঘটাতো।
গত বছরের ডিসেম্বর মাসে ইসদাইর এলাকায় মামুন হত্যাকান্ডের পর থেকে মাদক স¤্রাজ্ঞী সীমাসহ অন্যান্য আসামীরা বিভিন্নস্থানে পালিয়ে রয়েছে। সেই সুবাদে হোসেন তার বাহিনীর সদস্যদেও দিয়ে মামুন হত্যা মামলার প্রধান আসামীর মায়ের ঝুট কাপড়ের গোডাউন থেকে রাতের আধাওে সেখানে রক্ষিত প্রায় তিন লক্ষ টাকার ঝুট অন্যত্র সরিয়ে তা বিক্রি করে দেয়। এছাড়াও উক্ত গোডাউনে রক্ষিত পুরাতন টিনগুলোও রাতের আধারে নিয়ে তাও বিক্রি করে দেয়। বর্তমানে চলছে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টকে ঘিরে ইসদাইরে হোসেনের নেতৃত্বে গড়ে তুলেছে মুঠোফোনের মাধ্যমে মোবাইল জুয়া। এছাড়াও ইসদাইরে জাফর হাওলাদারের চায়ের দোকান ও আমেনা ঝুট গোডাউনের সামনেই হোসেনের নেতৃত্বে তার বন্ধু বাবুর ছোটভাই পাগলা সাইফুল প্রকাশ্যেই গাঁজা-হেরোইন ও ইয়াবা বিক্রি করছে। হোসেন নিজেকে প্রভাবশালী পরিচয় দেয়ার ফলে এলাকার অনেকেই ওর বিরুদ্ধে মুখ খুলে কিছু বলতে সাহস পায়না।
তারা আরও বলেন, হোসেনের নেতৃত্বে গড়ে উঠা একদল ছিচকে চোরদের নিয়ে গড়ে তুলেছে মোবাইল ছিনতাইকারীদের একটি বিশাল সিন্ডিকেট। প্রতিদিন ইসদাইর,চাষাড়া ও শহরের বিভিন্নস্থানে মোবাইল ছিনতাই করে সেগুলো হোসেনের কাছে জমা দেয় তার চোর কর্মচারীরা। গত দুইদিন আগে এক মোবাইল চোর জনতা কর্তৃক আটক হওয়ার পর হোসেনের নাম বলে দিলে সে ঘটনায় সর্দার হোসেন একদিন এলাকার বাহিরে অবস্থান নেয় বলে জানান তারা। সেই ঘটনার ফয়সালা হওয়ার পরই পুনরায় এলাকায় প্রবেশ করে হোসেন। এছাড়া শহর ও শহরতলীতে মিশুক ও ইজিবাইক ছিনিয়ে নেয়ার পর সেগুলোর কিছু অংশও হোসেনের কাছে আসে বলে জানান অনেকে। সম্প্রতি এরুপ এক ঘটনায় একটি মামলাও খেয়েছে আর সেই মামলায় হোসেন ৩নং আসামী হোসেন পিবিআইয়ের হাতে গ্রেফতারও হয়েছিলো। কিছুদিন জেলখাটার পর জামিনে বেড়িয়ে আসে হোসেন।
স্থানীয়রা ইসদাইর এলাকার বিভিন্ন অপরাধের গড়ফাদার হোসেনের বিভিন্ন অপরাধ এবং মাদক সা¤্রাজ্য থেকে বাচঁতে জেলা পুলিশ সুপারের সদসয় হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মো: হোসেন এর ব্যবহৃত মুঠোফোনে জানতে আইপিএল নিয়ে মুঠোফোনের জুয়ার সিন্ডিকেট চালাচ্ছেন এই বিষয়ে হোসেন বলেন,জুয়া কি সেটাই তো আমি চিনি না। আমি চালাই বাটন মোবাইল। এই মোবাইল দিয়া কেমনে আমি জুয়ার বোর্ড চালাইবো। আর আমি কই জুয়ার বোর্ড চালাই আপনে দেখাইয়া দিয়া যান। প্রমান করেন।
এর আগেও আপনার নামে চুরি, ছিনতাই,মাদক বিক্রি সহ মামুন হত্যা কান্ডে আপনার হাত আছে বলে অভিযোগ উঠেছে এবং পিবিআই আপনাকে গ্রেফতার করেছিলো তার জামিন নিয়ে বাহিরে আছেন। এব্যাপারে আপনে কি বলবেন? এ প্রশ্নের জবাবে হোসেন বলেন,এইগুলো আমি কিছু করি না। মামুনের হত্যা কান্ডে আমার হাত থাকবে কেন। মামুন আমার ভাই হয়। পিবিআই কি আমার নামে কোন মামলা দিছে। মামুন হত্যার আসামীর নাম হোসেন আমার নামও হোসেন। তাই পিবিআই আমাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করছে। আমার নামে কি কোন মামলা আছে। এই একটাই মামলা আছে।
গত দুইদিন আগেও আপনার চোর চক্রের এক একজন জনগনের নিকট মার খেয়ে আপনার নাম বলছে সে থেকে আপনে বাড়ির বাহিরে থাকেন। এবিষয়ে হোসেন বলেন,আমি ১১ দিন ধরে আমার গ্রামের বাড়ি আছি। আপনে আমার বাড়ি গিয়া যাচাই করেন তাহলেই তো বলবে আমি ১১ দিন ধইরা কই আছি নাকি দুই তিন ধইরা পালাইয়া আছি।