নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকার এক অঘোষিত মাদক সম্রাট মিলন ঢালী। চাদঁপুর থেকে ফতুল্লা এলাকায় এসে একাধিক বাড়ির বনে যাওয়া মিলন ঢালী মৃত.সিরাজ ঢালীর ছেলে। ফতুল্লার দাপা ইদ্রাকপুরসহ আশপাশ এলাকায় একাধিক সেলসম্যানের মাধ্যমে পাইকারী হারে প্রতিদিন কয়েক লাখ টাকার ইয়াবা বিক্রি করছেন এ মিলন ঢালী।
দাপা এলাকায় মোহাম্মদ আলীর বালুর মাঠে নাম মাত্র একটি টংঘর বসিয়ে বালুর বিক্রির অন্তরালে এভাবেই প্রতিদিন কয়েক লাখ টাকার ইয়াবা বিক্রি করছেন এ মিলন ঢালী।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় যে, ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক এর পদটি অর্থের বিনিময়ে লুফে নিয়ে মাদক ও অস্ত্র ব্যবসায় আরও বেশীয় বেপরোয়া হয়ে উঠে মিলন ঢালী। গত বছরের ৫ আগষ্টের পর অঘোষিতভাবেই বিএনপি নেতৃবৃন্দরা নিজেদেরকে ক্ষমতাসীন ভেবেই মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মে নিজেদেরকে সম্পৃক্ত করে তুলেছে।
বর্তমানে উক্ত এলাকার মাদক জগতের অপ্রতিরোধ্য মিলন ঢালী একাধিক সেলসম্যানের মাধ্যমেই পুরো দাপা ইদ্রাকপুর ও ষ্টেশন এলাকার সকল মাদক বিক্রেতাদেরকে পাইকারীভাবে মাদক সরবরাহ করছে। তার সেলসম্যানের মধ্যে অন্যতম হলেন মৃত.আলী নুর বেপারীর ছেলে উজ্জল বেপারী,রোমান,রাব্বি,জিন্নাহ মিয়া, সিরাজ মিয়ার ছেলে বড় অপু। এদের মাধ্যমেই পুরো এলাকা জুড়ে পাইকারী হারে ইয়াবা বিক্রির একটি জাল ছড়িয়ে দিয়েছে মিলন ঢালী। আর মিলন ঢালীর ইয়াবা বাজারের পাইকারদের মধ্যে অন্যতম হলেন ডাকাত শহিদ হোসেন,তার মেয়ে শর্মি, ফতুল্লা থানা বিএনপির এক নেতার খালাতো ভাই টুটুল,সেরু বাবু,রিপন কাজী ও তার মেয়ে সোনিয়া কাজী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মিলন ঢালী একজন ভদ্রবেশধারী অন্যতম মাদক ডিলার। নামমাত্র একটি টংঘর নিয়ে বালু ব্যবসার অন্তরালে প্রতিদিন কয়েক লাখ টাকা ইয়াবা বিক্রি করাচ্ছেন নির্দিষ্ট সেলনম্যানের মাধ্যমে। থানা পুলিশকে ম্যানেজ করেই নাকি মিলনের এমন মাদক ব্যবসা করছেন অভিমত তাদের। তবে,পুলিশ ছাড়াও বিশেষ কিছু ব্যক্তি ছায়া রয়েছে মিলনের উপর। যার ফলে প্রকাশ্যে এবং নির্ভয়েই মরননেশা ইয়াবা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন অল্প সময়ের ব্যবধানে। এছাড়াও মাদক বিক্রির টাকায় থানা বিএনপির একটি পদবী যেন মিলন ঢালীকে মাদক ও অস্ত্র বিক্রিতে অত্যন্ত সহায়ক হিসেবে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে।
তারা আরও বলেন,থানা পুলিশের টহল ব্যবস্থা না থাকায় আর বিশেষ কিছু ব্যক্তির সান্নিধ্যে থাকার ফলে মিলন ঢালীর পাইকারী মাদক ব্যবসা যেন আলাদিনের চেরাগ হিসেবে আর্বিভুত হয়ে উঠেছে। পাইকারী হারে ইয়াবা বিক্রি করে মিলন ঢালী রাতারাতি টাকার কুমিড় বনে গেলেও ভবিষ্যত প্রজন্মকে অন্ধকার জগতে প্রবেশ করিয়ে মৃত্যুকুপে নিয়ে যাচ্ছেন। যার ফলে সন্তান নিয়ে আতংক আর শংকা যেন প্রতিটি অভিভাবককে চিন্তার মধ্যে ফেলেছে।
দাপা ইদ্রাকপুর ও আশপাশ এলাকায় ইয়াবার পাইকারী ডিলার নামধারী বিএনপি নেতা মিলন ঢালীকে দ্রুত গ্রেফতারে থানা পুলিশ ও র্যাব-১১’র দ্রুত হস্তক্ষেপ কামনা করেন দাপা ইদ্রাকপুরসহ আশপাশ এলাকার বাসিন্দাগন।
এ বিষয়ে অভিযুক্ত মিলন ঢালীর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭৬৬-০৬৫৩@@ ) জানতে চাইলে তিনি বলেন,ভাই আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি এ সকল কোন কর্মকান্ডে জড়িত নই। রাজনৈতিক প্রতিপক্ষের কারনে কেউ হয়তবা আমার বিরুদ্ধাচারন করছে। তবে আমি যদি অপরাধ করে থাকি তাহলে এর দায় আমার আর যদি কেউ আমার ক্ষতি করতে চায় তাহলে সেটা আল্লাহ দেখবে।