নারায়ণগঞ্জের ফতুল্লায় ছড়িয়ে পড়ছে মাদকের নীল বিষ। মাদক সেবন ও বাণিজ্যকে কেন্দ্র করে অহরহ ঘটছে খুনাখুনি। ফতুল্লা থানাধীন রয়েছে শতাধিক মাদক স্পট। প্রতিটি মাদক স্পটে হাত বারালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ নানা প্রকার মাদকদ্রব।
আইন শৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা থাকার কারনে ফতুল্লা মাদক ব্যবসায়ী টিকা মরা লিটন, টুটুল, মিলন ঢালী ও শাকিল ফতুল্লা খোজপাড়া, পাইলট স্কুলমাঠ, রেল ষ্টেশন, জোড়পুল, দাপা শৈলকুড়া, পিলকুনী, ব্যাংক কলনী সহ আশপাশ এলাকায় শক্ত সিন্ডিকেট গড়ে তুলেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উল্লেখিত মাদক স্পটে চলে মাদক বেঁচাকেনা।
অনুসন্ধানের জানাগেছে, এই সিন্ডিকেটে রয়েছে কিছু অসাধু পুলিশ সদস্য, কথিত সাংবাদিক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধিসহ এলিট শ্রেনীর মানুষ। যার ফলে ফতুল্লা এসব এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। মাঝে মধ্যে থানা পুলিশ অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক সময় তারা বেকায়দায় পড়ছেন।
সম্প্রতিকালে যেসকল মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে তাদের ৮০ শতাংশই তৃতীয় ও চতুর্থ শ্রেনীর মাদক ব্যবসায়ী। বরাবরই মাদকের গডফাদাররা অধরা থেকে যাওয়ায় ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।
এ দিকে ফতুল্লার পাগলায় মেরি এন্ডারসন ও নারায়ণগঞ্জে ক্লাবে মদের বার রয়েছে। নিয়ম অনুযায়ী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সধারীরা শুধুমাত্র মদ সেবন করতে পারবেন। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করেই সকলের কাছেই মদ বিক্রি করছে এই দুই প্রতিষ্ঠান। শুধু তাই নয়, এই সিন্ডিকেটের মাধ্যমে মেরি এন্ডারসন ও নারায়ণগঞ্জে ক্লাবের মদ মহল্লায় মহল্লায় চলে যাচ্ছে। বিয়ে, গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে এই মদ সরবারহ করা হচ্ছে।
বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ ক্লাবের ও মেরি এন্ডারসনের মদ বাহিরে বিক্রি করা হচ্ছে। যার বেশ কয়েকটি প্রমাণ রয়েছে এই প্রতিবেদকের কাছে। মেরি এন্ডারসন ও নারায়ণগঞ্জে ক্লাবের মদ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন একজন এলিট শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এবিষয়ে অকেটা নিশ্চুপ রয়েছেন। নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার হিসেবে হারুন অর রশিদ মেরি এন্ডারসনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মদ উদ্ধার করেছিল। এরপরে মেরি এন্ডারসনে আর কোন অভিযান পরিচালিত হয়নি।
এছাড়াও নারায়ণগঞ্জে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজার বড় বড় চালান ট্রেন, লঞ্চ, বাসেসহ বিভিন্ন উপায়ে মাদক ডিলারদের আস্তানায় টুকছে। ডিলারদের আস্তানা থেকে খুচরা ব্যবসায়ীরা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মাদক। আর নেশার টাকা জোগাতে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, খুনসহ বাড়ছে নানা অপরাধ।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সতেচন হতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মাদকের শেল্টারদাতাদেও বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জরুরী।