জামালপুরের বকশীগঞ্জে দুটি বাড়িতে খাদ্য অধিদপ্তরের ১৬৫ বস্তা সরকারি চালের সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকার আজগর আলীর ছেলে আলামিনের বাড়িতে প্রথমে খাদ্য অধিদপ্তরের ১৪০ বস্তা চালের সন্ধান পাওয়া যায়। এরপর পার্শ্ববর্তী আক্কাস আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়িতে আরও ৪৫ বস্তা সরকারি চালের সন্ধান মেলে। সব মিলিয়ে দুটি বাড়িতে মোট ১৬৫ বস্তা চালের সন্ধান পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই চালগুলো কীভাবে ব্যক্তিগত বাড়িতে মজুত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খাদ্য অধিদপ্তরের বিপুল পরিমাণ সরকারি চাল এভাবে ব্যক্তিগত বাড়িতে মজুত করার ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে বলে স্থানীয়রা আশা করছেন।

Oplus_0