মোঃ হারুন অর রশিদ:- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়নের শিক্ষা-সংস্কৃতি সামাজিক সংগঠন কাকিলাকুড়ার শিক্ষা উন্নয়ন সংস্থা (EDOK) এর উদ্যোগে আয়োজিত হলো এক অনন্য অনুষ্ঠান— এস,এস,সি ২০২৫ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং EDOK জীবন গৌরব পদক প্রদান।
অনুষ্ঠানে উৎসবের আবহে কৃতী শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিশেষভাবে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ সম্মানে আপ্লুত হয়ে জানান— “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এখন সমাজ ও দেশের জন্য আরও ভালো কিছু করার প্রেরণা পেলাম।”
শিক্ষার্থীদের পাশাপাশি সমাজ ও জাতির আলোকবর্তিকাদের স্বীকৃতি দিতে এ বছর তিনজনকে EDOK জীবনগৌরব পদক প্রদান করা হয়। তাঁরা হলেন-প্রেরণার আলোকবর্তিকা স্বীকৃতিস্বরূপ আলহাজ্ব মো: আব্দুস সাত্তার (যিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত্তি নির্মাণে অসামান্য ভূমিকা রেখেছেন)
আদর্শনিষ্ঠ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ মো: আরিফ রাব্বানী (ফররুখ) সমাজ ও শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (মরণোত্তর) মৃত ফাহাদ আলম (তার পক্ষে পদক গ্রহণ করেন তাঁর বাবা)।
পদক গ্রহণকালে মরনোত্তর সম্মানপ্রাপ্ত ফাহাদ আলমের বাবা আবেগঘন কণ্ঠে বলেন— “আমার সন্তানের অবদানকে EDOK যে সম্মান দিল, এটি আমার জীবনের এক গর্বের মুহূর্ত। আমার সন্তান হয়তো নেই, কিন্তু তার স্বপ্ন ও কাজ সমাজে আজও বেঁচে আছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন— “শিক্ষার্থী, শিক্ষক ও সমাজসেবীদের সম্মান জানানো মানেই একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার পথ প্রশস্ত করা।” বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান এবং EDOK-এর এই আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন EDOK-এর সভাপতি জনাব এস.এম সোহান দিনার৷
সঞ্চালনা করেন সংগঠনের সাবেক আহবায়ক জনাব মো: জাহিদ হাসান। তিনি তার আবেগঘন বক্তব্যে বলেন “এই সম্মাননা আমার নিজের জীবনেও বিশেষ তাৎপর্য বহন করে, কারণ যিনি শিক্ষক পদক পাচ্ছেন তিনি আমার প্রাথমিক জীবনের শিক্ষক ছিলেন। তাঁর হাত ধরেই আমার শৈশবের শিক্ষার ভিত্তি গড়ে উঠেছিল। আজ তাঁকে সম্মান জানাতে পেরে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ও কৃতজ্ঞ।” শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সমাজের কল্যাণ এবং পদকপ্রাপ্তদের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে