ফতুল্লায় মোঃ বাশু শেখ (৫৪) নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে ফারদিন (২৮) নামের এক অপহরণকারী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
একই সঙ্গে থানায় অভিযোগ করার ১২ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারদিন ফতুল্লা মডেল থানার পাগলা নয়ামাটি এলাকার মৃত হাজী নজরুল ইসলামের ছেলে।
এঘটনায় মোঃ বাশু শেখ বাদী হয়ে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার আসামিরা হলো ফারদিন, হাবিবুর রহমান লিপুু,জালাল ওরফে জামাল সহ অজ্ঞাত নামা ২/৩ জন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে
ফতুল্লায় অপহৃত বাশু শেখ উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
ফতুল্লা মডেল থানার পাগলা মেরিএন্ডারসন রেস্তোরার গেইটের সামনে থেকে একটি সাদা প্রাইভেট কারে করে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রেফতারকৃত ফারদিন, হাবিবুর রহমান লিপুু, জালাল ওরফে জামাল সহ অজ্ঞাত নামা ২/৩ জন মোঃ বাশু কে জোরপ্র্বূক অপহরন করে।
এসময় অভিযুক্তরা তাকে চোখ বেধে পাগলা নুরাবাগ ক্যানেল পাড়স্থ গ্রেফতারকৃত ফারদিনের গোডাউনে নিয়ে যায়। এবং সেখানে তাকে নির্যাতন করে। এক পর্যায়ে অভিযুক্তরা তার নিকট ৮ লাখ ৫০ হাজার টাকা দাবী করে।
নির্যাতনের সময় মোঃরাশু ডাক-চিৎকার করলে অপহরনকারীরা তার চোখ খুলে দিয়ে মুখে কাপড় গুজে দেয়। তাকে লোহার রগ,পিস্তলের বাট, দিয়ে সারারাত নির্যাতন করে।
উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকার জানান,অপহরনের একদিন পর বুধবার সন্ধ্যায় অপহরনের শিকার রাশু শেখের স্ত্রী ফতুল্লা মডেল থানায় এসে একটি সাধারন ডায়েরী করেন।
সাধারন ডায়েরীর সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বুধবার সারারাত ভর অভিযান পরিচালনা শেষে রাশু শেখ কে দেলপাড়াস্থ একটি পরিত্যাক্ত ভবন থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উদ্ধার করে।
ধারনা করা হচ্ছে পুলিশ অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরনকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী অপহরনকারী চক্রের সদস্য ফারদিন কে আটক করে পুলিশে সোপর্দ করে।