নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছে এক প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ইদ্রাকপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধু রোজিনা আক্তার কেরানীগঞ্জ এলাকার মোমেন মিয়ার মেয়ে। তার স্বামী বিদেশে থাকে। স্বামীর সংসারে তার দুইটি সন্তান রয়েছে।
অভিযোগ উঠেছে তার পরকীয়া প্রেমিক আরিফ ওরফে সঞ্জয় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, গত দুই মাস পূর্বে আরিফ ওরফে সঞ্জয় রোজিনাকে তার স্ত্রী পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটটি ভাড়ায় নেন। দুপুরে বাড়ির আশপাশের বাসিন্দারা রোজিনার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তেুর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে ওড়না ও মাল্টিপ্লাগের তার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে জানা গেছে, আরিফ ওরফে সঞ্জয় তার স্বামী নয়। সে তার পরকীয়া প্রেমিক। ধারণা করা হচ্ছে, প্রেমিকের সাথে কোনো বিষয়ে বিরোধের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সে।
ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, নিহত গৃহবধূর পরকীয়া প্রেমিক আরিফ ওরফে সঞ্জয়কে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।