ধীরে ধীরে ছন্দে ফিরছে ঝিনাইদহ জেলা, প্রায় একযুগ পর ঝিনাইদহবাসি পেল এক সফল জেলা প্রশাসক। একের পর এক ঝিনাইদহ শহর দখলমুক্ত করছেন সফল জেলা প্রশাসক জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ। জেলা প্রশাসক জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ এর বিভিন্ন প্রকার জনবান্ধব কর্মকান্ডে অভিনন্দন জানিয়েছেন জেলার আমজনতা।
সরেজমিনে ঝিনাইদহ শহর ঘুরে দেখা গেছে প্রায় এক যুগ পর বর্তমান নয়া জেলা প্রশাসক জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ একের পর এক জেলা শহরের ট্রাকটার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, শহরের ‘ট’ বাজারসহ শহরের বিভিন্ন এলাকার অলি গলি দখলমুক্ত করছেন।
এতে করে শহরজুড়ে অবাধ ও নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাচ্ছেন সাধারন জনগন। ধীরে ধীরে ঝিনাইদহ শহর একটি মডেল শহর হিসাবে গড়ে উঠছে। তীব্রশীতের মধ্যে অসহায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ কম্বল বিতরনের কার্যক্রমসহ বিভিন্ন প্রকারের জনহীতকর কার্যক্রম চলমান রেখেছেন জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ। ফলে প্রায় এক যুগের পর সফল জেলা প্রশাসক জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ এর এসব কর্মকান্ডে অভিনন্দন জানিয়েছেন জেলার সাধারন মানুষ।
এছাড়া জেলা প্রশাসক জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ দায়িত্ব গ্রহন করার পর পরই ঝিনাইদহের আদালত চত্ত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ একের পর এক সরকারী প্রতিষ্ঠান দালাল মুক্ত ও দুর্নীতি মুক্ত করেই চলেছেন। বিভিন্ন প্রকার প্রকল্পের মধ্যে টিআর, কাবিটা, কাবিখাসহ নয়া প্রকল্প সমুহের সার্বিক দেখভাল করার কারনে এসব প্রকল্পের কার্যক্রম ধীরেধীরে দুর্নীতি মুক্ত হয়ে উঠছে।
তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ অবৈধ ভাবে আবাদী জমির মাটি কেটে শ্রেনী পরিবর্তন ও মাটি কেটে ভাটায় বিক্রি করা ও সরকারী গাছ কর্তন, জেলার বিভিন্ন সরকারী অফিসে দূর্নীতি বন্ধকরন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমের ত্বরান্বিত করাসহ জনগনের মৌলিক চাহিদা পূরণে বদ্ধপরিকর ভুমিকা রেখে ইতিমধ্যে জেলার আমজনতার মধ্যে অভুতপূর্ব সাড়া জাগিয়েছেন সফল জেলা প্রশাসক জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ।
সফল জেলা প্রশাসক জনাব মো: আব্দুল্লাহ আল মাসউদ বর্তমান কর্মকান্ডের ন্যায় আগামিতেও রাজনীতির মারপ্যাচের উর্দ্ধে উঠে একনিষ্ঠ ভাবে আপন দায়িত্ব পালন করে যাবেন, এমনটায় আশা করছেন জেলার আমজনতা।




















