উজ্জীবিত বাংলাদেশ:- বক্তাবলীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় ডাকাত রতনের ভগ্নিপতি নয়ন গংদের হামলায় গুরুতর জখম হয়েছে শহীদ ও নাজমা বেগম। এ ব্যাপারে শহীদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে গত ২ মার্চ দুপুর দেড়টায় আসামী নয়ন গংদের বাড়িতে।
বক্তাবলী রাজাপুর এলাকার শুক্কুর প্রধানের পুত্র মোঃ শহীদ জানান,তার ছেলে মোঃ বাইজিত হাসান বর্তমানে সৌদী আরব কর্মরত। তারই ছেলের সাথে সৌদী আরবে একত্রে কর্মরত ছিল।
চরপ্রসন্ননগর এলাকার মোঃ দরবেশ আলীর পুত্র মোঃ নয়ন মিয়া আমার ছেলে বাইজিত হাসানের কাছ থেকে ৩ মাস আগে ৬৭ হাজার টাকা হাওলাদ নেয়। কিন্তু প্রতারক নয়ন মিয়া আমার ছেলেকে টাকা ফেরত না দিয়ে ১ মাস আগে বাংলাদেশে চলে আসে।
আমার ছেলে মোবাইল ফোনে নয়নকে টাকা হাওলাদ দেওয়ার কথা বলে। আমি ও আমার স্ত্রী নাজমা বেগম গত ২ মার্চ বিবাদী নয়ন গংদের বাড়িতে গিয়ে হাওলাদকৃত টাকা ফেরত চাইলে বিবাদী দরবেশ আলীর পুত্র নয়ন মিয়া,নয়নের পিতা দরবেশ আলী,মাতা তাসলিমা আক্তার লক্ষীর সাথে কথা কাটাকাটি হয়।
উক্ত বিবাদীরা আমাদের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করে জখম ও নীলা ফুলা করে গুরুতর আহত করে।
খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান।এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলীকে জানানো হলে তিনি আইনী ব্যবস্থা গ্রহন করতে বলেন।
এসআই আরিফুর রহমানকে অভিযোগে তদন্ত দেয়া হয়েছে।
তদন্ত প্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, আমি রাতে যেতে চেয়েছিলাম তারা রাজি না হওয়ায় আজ বিকালে (৪ মার্চ) ঘটনাস্থলে যাব।