উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে শিকলবাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার পাগলায় অবস্থিত নৌ-বাহিনীর ক্যাম্পের পূর্ব পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে অবস্থিত একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পা ও কোমর শিকলে বাঁধা ছিল। শিকলে বাঁধা পায়ে একটি তালাও মারা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজখবর নেয়া হচ্ছে। ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।