আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে বস্তাবন্দি অবস্থায় দু’দিন আগে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে এই হত্যাকান্ডের রহস্য এখনো রহস্যই থেকে গেল।
আড়াইহাজার থানার এসআই ফাইজুল জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এতে মৃত্যুর রহস্যও উদ্ঘাটন করাও সম্ভব হচ্ছে না। উদ্ধার হওয়া মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ ছিল। তবে বিভিন্ন সূত্র ধরে পরিচয় সনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।
ফাইজুল আরো জানান, মরদেহ উদ্ধারের সময় পরনে লাল শার্ট ও কালো রঙয়ের জিন্সের প্যান্ট এবং সাদা রঙয়ের গেঞ্জি ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃও রয়েছে। তার বয়স ৩০ থেকে ৩২ বছর হতে পারে।
প্রসঙ্গত, রোববার বিকেলে পুলিশ স্থানীয় জাঙ্গালিয়ার চেঙ্গাকান্দি এলাকার আদম আলীর মালিকাধীন একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।