দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জোটের করণীয় সম্পর্কে আলোচনা করতে বৈঠকে বসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, সেখানে শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই জোটের প্রথম বৈঠক।
এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে টানাপোড়েন চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক নানা ইস্যু, খালেদা জিয়ার মুক্তিসহ ২০ দলীয় জোটের করণীয় সম্পর্কে বৈঠকে আলোচনা হবে।