নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বিয়ের প্রলোভন দিয়ে পনেরো বছরের এক কিশোরীকে ধর্ষন করেছে লম্পট প্রেমিক সাঈদ । এ ঘটনা ঘটেছে গত ৮ মে (বুধবার) রাত ১১টায়। এব্যাপারে ধর্ষনে শিকার ঐ কিশোরীর মা জেসমিন বেগম (৩৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লম্পট সা।েিদর বিরুদ্ধে মামলা করেছে। এই মামলায় সাঈদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকায় ভাড়া থাকে শাহিন মিয়া (৪৫) ও তার স্ত্রী সন্তান। তার পনেরো বছর বয়সী কন্যা রানু (ছদ্ম নাম)। তার সাথে পাশের বাসার খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম সাঈদ (১৯) এর ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে সাঈদ রানুকে বিভিন্ন সময়ঢ বিভিন্ন এলাকায় ঘুরতে নিয়ে যায়। গত ৮ মে ররাতে সাইধ তার ছোট বোন পাঠিয়ে দেয় রানুকে ডেকে আনতে। রানু সাঈদের ছোট বোনের সাতৈ তাদের বাসায় আসে। পরে সু কৌশলে রানুকে সাঈদ বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করেছেঐ রাতে। পরে রানু সাঈদকে বিয়ে করতে বললে সে বিয়ে করতে রাজি হয়না। পরে ফতুল্লা মডেল থানায় এসে রানু‘র (ছদ্মনাম) মা জেসমিন বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। এই মালায় পুলিশ প্রেমিক লম্পট সাঈদকে গ্রেপ্তার করেছে।