যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে স্থানীয় এলাকার কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকে মাদক ক্রয়-বিক্রয় কাজে বাধা প্রদান করায় নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়ায় মাদকব্যবসায়ীদের আক্রমনে ফয়সাল নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানা গেছে। আহত ফয়সাল (২৬) স্থানীয় চাপাতলী এলাকার আলমগীর মিয়ার ছেলে।
এ বিষয়ে গতকাল রোববার আহতের স্ত্রী আনিকা বাদী হয়ে কুড়িপাড়া গ্রামের ওমরের ছেলে স¤্রাট, স্থানীয় পনয়, মোহন, রবিন, তমাল, সামছুল ও নারায়ণগঞ্জের রোশন আলীর ছেলে শরীফকে বিবাদী করে বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ও ভূক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, বিবাদীরা খারাপ প্রকৃতির লোক এবং তারা মাদকসেবী, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এবং তাদের অত্যাচারে এলাকার নিরিহ জনগণ অতীষ্ঠ। মাদকের কাজে বাধা দেয়ায় তাদের সাথে ফয়সালের পূর্ব শত্রুতার সৃষ্টি হয়। তার জের ধরে শনিবার সন্ধ্যায় বিবাদী সামছুল ফয়সালকে বাড়ীর সামনে থেকে কুড়িপাড়া ডেকে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীরা ফয়সালকে এলোপাথারীভাবে মেরে ঝখম করে এবং তাদের সাথে থাকা লোহার রড ও জিআই পাইপ দিয়ে ফয়সালের পায়ে সজোড়ে আঘাত করলে তার ডান পা ভেঙ্গে রক্তাক্ত হয়ে যায়।
ফয়সালের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনার সাথে সাথেই বন্দর থানা ও কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওমরের ছোট ছেলে মোহনকে গ্রেফতার করে নিয়ে যায়। ভূক্তভোগীরা আরও জানান, বিবাদী স¤্রাট শীর্ষ সন্ত্রাসী ওমরের ছেলে। ভূমিদস্যুতা, মাদক ব্যবসা সহ নানান অপরাধমূলক কাজে জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং রওশন আলীর ছেলে বিবাদী শরীফকে ইয়াবার ডিলার হিসেবে প্রশাসন তাকে চিনে থাকে। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিনের পর দিন তারা নানান অপরাধ করে চলেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীর পরিবার।
এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং গ্রেফতার হওয়া মোহনকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা থেকে নির্দেশনা আসার পর আসামীদের ধরতে অভিযান চালানো হবে।





















