প্রেস বিজ্ঞপ্তি:- স্বাস্থ্যসেবিকা শাহিনুর ও মাদ্রাসা ছাত্রী নুসরাতসহ সকল নারী ও শিশু হত্যা এবং ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরণের দুস্কর্ম করার দুঃসাহশ দেখাতে না পারে। বিচারহীনতার কারণে সমাজে এই ধরণের হত্যা, ধর্ষণ, নির্যাতন বৃদ্ধি পাচ্ছে এবং আইনের ফাঁক ফোঁকর দিয়ে আসামীরা পার পেয়ে যাচ্ছে। তাই সমাজের ন্যায় প্রতিষ্ঠার সার্থে আইনের প্রয়োগ যথাযথভাবে করতে হবে।
আজ ২৪ মে বিকাল ৪টায় বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মী সংঘ এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেন। সংগঠনের সভাপতি সালেহা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসাইন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশা আক্তার, কেন্দ্রীয় নেত্রী মরিয়ম বেগম, জয়নাল আবেদীন, সাফিয়া বেগম, আনোয়ারা বেগম প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সামাজিক ও বিভিন্ন ওয়াজ মাহফিলে নারীদের সম্পর্কে যে সমস্ত অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয় এতে করে সমাজে নারীর প্রতি সহিংশতা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক গণমাধ্যম ও ওয়াজ মাহফিলে যাতে নারী কিংবা মানুষের প্রতি বৈষম্যমূলক বক্তব্য প্রদান করতে না পারে সে ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
বক্তারা আসন্ন আইএলও সম্মেলনে ‘নারী প্রতির সহিংশতা বন্ধ’ শীর্ষক কনভেনশন পাশে বাংলাদেশ সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।