রিমন পালিত,বান্দরবান প্রতিনিধিঃ- অপহরণের ৩ দিন পর আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খামারবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কুহালং ইউনিয়নের জরর্দান পাড়ার গভীর অরণ্যে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। উল্লেখ্য চথোইমং মারমাকে গত বুধবার ২২ মে উজি পাড়া নিজ খামার বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে। শনিবার সকালে খামারবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইউনিয়নের জরর্দান পাড়ার গভীর অরণ্যে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ও জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম জানান তার লাশ উদ্ধার করেছে, বর্তমানে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।