নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ফতুল্লা থানাধীন বিভিন্ন পাড়া মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতা ও ১২জন ওয়ারেন্টের আসামীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেন। এ অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন । তার সাথে সহযোগিতায় ছিলেন ইন্সপেক্টর (অপারেশন) মো. সাখাওয়াত হোসেনসহ বেশ কয়েকজন সাব ইন্সপেক্টর । এ অভিযানে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো, চাঁনমারী এলাকার আকবর আলীর ছেলে কাশেম বক্তাবলী রাধানগর এলাকার মৃত আ. রশিদের ছেলে রমিজ উদ্দিন , প্রসন্ন নগর এলাকার আবু তাহেরের ছেলে মো. বাবু, মধ্য নগর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে ফরিদ, গঙ্গানগর এলাকার আ. খালেক মিয়ার ছেলে ইন্তাজ উদ্দিন, তার স্ত্রী জুলেখা বেগম, জিয়ার স্ত্রী রেনু বেগম, মোক্তার হোসেনের ছেলে শাহাদাত হোসেন, রাজাপুর এলাকার আ.সাত্তারের ছেলে আমির হামজা, এনায়েতনগর ধর্মগঞ্জ চটলার মাঠস্থ এলাকার মৃত আ. হামিদের ছেলে খোকন ওরফে সিপাই খোকন, ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মীর আলীর ছেলে নয়ন আলী, কাশীপুর এলাকার মৃত শামীম আহম্মেদের ছেলে মো. মন্টুমিয়া ।
অপরদিকে, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৮ জুলাই রাতে পাগলা ঐলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ‘ গ্রাম গাঁজাসহ সাকিব কে গ্রেপ্তার করেছে। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া কইখালী গ্রামের আ.মান্নানের ছেলে।
অপরদিকে, থানার আরেক টীম ফতুল্লার গাবতলী এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ হারুন অর রশিদের ছেলে সেলিম ওরনফে কালা সেলিম কে গ্রেপ্তার করেছে।