বনবিভাগের কর্মকর্তার যোগসাজসে বনায়নের গাছ প্রকাশ্যে কেটে নিচ্ছে দুর্বৃত্তচক্র

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের কেনেলের জায়গায় বনবিভাগের বনায়নকৃত গাছ প্রকাশ্যে কেটে নিচ্ছে স্থানীয় একটি দুর্বৃত্তচক্র। এ চক্রের মুল হোতা রতনপুর গ্রামের সিদ্দিক খাঁর ছেলে রাকিব উদ্দিন খান। সে দীর্ঘ দিন ধরে এলাকায় একটি সন্ত্রাসী বাহীনি গড়ে তুলে রাস্তা ও খালের পাশের বনবিভাগের এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার প্রকাশ্যে কচুয়া-হড়লা কেনেলের গাছ কেটে চড়ইবিল বাজারের একটি স’মিলের পাশে রাখা হলে বনবিভাগের সদস্যরা পুলিশের সহায়তায় বেশ কয়েকটি গাছ উদ্ধার করেছে। এব্যাপারে বনায়নের উপকারভোগী সমিতির পক্ষ থেকে থানায় অভিযোগ করেছে তবে দুর্বৃত্তচক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ। সরেজমিনে দেখা গেছে, শৈলকুপা বনবিভাগ বনায়নের আওতায় পানি উন্নয়ন বোর্ডের কেনেলের বিভিন্ন স্থানে চুক্তিভিত্তিক গাছ লাগিয়েছে। এলাকাভিত্তিক স্থানীয় মানুষ সমিতির মাধ্যমে এসব গাছ পরিচর্যা করে আসছে। তারা এসব রোপনকৃত গাছের ৫৫% পাবে উপকারভোগী হিসাবে। শৈলকুপার কচুয়া হতে হড়লা পর্যন্ত কেনেলের ৬কিলোমিটার জুড়ে এইচএকে নামের একটি সমিতির বনায়নকৃত মুল্যবান নানা জাতের গাছ রয়েছে। এসব গাছের মধ্যে বাবলা, রেইনট্রি কড়ই, আকাশমনি নামের গাছ রয়েছে। এক যুগেরও বেশী সময় আগে লাগানো এসব গাছ কখনো রাতের আঁধারে আবার কখনো প্রকাশ্যে কেটে নিচ্ছে স্থানীয় দুর্বৃত্তচক্র। এসব চক্র এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত বলে ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে মুখ খোলে না। এই সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্রের সদস্য রতনপুর গ্রামের সিদ্দিক খাঁর ছেলে রাকিব, একই গ্রামের সাবদার খাঁর ছেলে টিক্কা, লিয়াকতের ছেলে আকুল, গফুর জোয়ার্দ্দারের ছেলে সরোয়ার, সহ বেশ কয়েকজন শনিবার প্রকাশ্যে কচুয়া-হড়লা কেনেলে বনায়নকৃত বেশকিছু বাবলা গাছ কেটে নেয়। তারা এই গাছ শৈলকুপার চড়–ইবিল বাজারে আনসার উদ্দিন মাস্টারের স’মিলের পাশে রেখে দেয় বিক্রির জন্য। পরদিন রবিবার দুপুরে এইচএসকে সমিতির সদস্যরা মিলের পাশ থেকে ৪টি বাবলা গাছ উদ্ধার করে। মিলটির মালিক জানান কে বা কাহারা এসব গাছ রেখে গেছে তা জানেন না। পরে পুলিশ বনবিভাগ ও সমিতির সদস্যদের সহযোগীতায় সেখান থেকে গাছগুলি থানায় নিয়ে আসে। এদিকে প্রকাশ্যে গাছ কাটার সাথে জড়িতদের কয়েকজন এই উপকারভোগী সমিতির সদস্য রয়েছে, যাদের সংগঠন থেকে বহিস্কার করা হবে বলে জানান সমিতির সভাপতি ইরাজ আলী। বনবিভাগের কর্মকর্তা শৈলকুপা উপজেলা ফরেস্টার নুরুন্নবি জানান, বনায়নকৃত গাছ উপকারভোগী সমিতি দেখভাল করে, এই গাছ অবৈধভাবে যারা কেটেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হবে। শৈলকুপা থানার এএসআই শরিফুল ইসলাম জানান, গাছগুলি উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে অভিযোগ এলে পুলিশ ব্যবস্থা নিবে বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান।

সর্বশেষ সংবাদ



» আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ

» আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৬

» নারায়ণগঞ্জে অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

» ফতুল্লায় স্ত্রী’র সাথে অভিমান করে শরিফের আত্মহত্যা

» জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম – ডিসি

» নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতির মাঠে আলো ছড়াচ্ছেন সাদরিল

» আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

» ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

» ফতুল্লায় মাদকের চুনোপুঁটি নিয়ে টানাটানি রাঘব বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে

» ফতুল্লার ধর্মগঞ্জে চাদাঁ না দেওয়ায় প্রাননাশের হুমকী!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

 বনবিভাগের কর্মকর্তার যোগসাজসে বনায়নের গাছ প্রকাশ্যে কেটে নিচ্ছে দুর্বৃত্তচক্র

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের কেনেলের জায়গায় বনবিভাগের বনায়নকৃত গাছ প্রকাশ্যে কেটে নিচ্ছে স্থানীয় একটি দুর্বৃত্তচক্র। এ চক্রের মুল হোতা রতনপুর গ্রামের সিদ্দিক খাঁর ছেলে রাকিব উদ্দিন খান। সে দীর্ঘ দিন ধরে এলাকায় একটি সন্ত্রাসী বাহীনি গড়ে তুলে রাস্তা ও খালের পাশের বনবিভাগের এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার প্রকাশ্যে কচুয়া-হড়লা কেনেলের গাছ কেটে চড়ইবিল বাজারের একটি স’মিলের পাশে রাখা হলে বনবিভাগের সদস্যরা পুলিশের সহায়তায় বেশ কয়েকটি গাছ উদ্ধার করেছে। এব্যাপারে বনায়নের উপকারভোগী সমিতির পক্ষ থেকে থানায় অভিযোগ করেছে তবে দুর্বৃত্তচক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ। সরেজমিনে দেখা গেছে, শৈলকুপা বনবিভাগ বনায়নের আওতায় পানি উন্নয়ন বোর্ডের কেনেলের বিভিন্ন স্থানে চুক্তিভিত্তিক গাছ লাগিয়েছে। এলাকাভিত্তিক স্থানীয় মানুষ সমিতির মাধ্যমে এসব গাছ পরিচর্যা করে আসছে। তারা এসব রোপনকৃত গাছের ৫৫% পাবে উপকারভোগী হিসাবে। শৈলকুপার কচুয়া হতে হড়লা পর্যন্ত কেনেলের ৬কিলোমিটার জুড়ে এইচএকে নামের একটি সমিতির বনায়নকৃত মুল্যবান নানা জাতের গাছ রয়েছে। এসব গাছের মধ্যে বাবলা, রেইনট্রি কড়ই, আকাশমনি নামের গাছ রয়েছে। এক যুগেরও বেশী সময় আগে লাগানো এসব গাছ কখনো রাতের আঁধারে আবার কখনো প্রকাশ্যে কেটে নিচ্ছে স্থানীয় দুর্বৃত্তচক্র। এসব চক্র এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত বলে ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে মুখ খোলে না। এই সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্রের সদস্য রতনপুর গ্রামের সিদ্দিক খাঁর ছেলে রাকিব, একই গ্রামের সাবদার খাঁর ছেলে টিক্কা, লিয়াকতের ছেলে আকুল, গফুর জোয়ার্দ্দারের ছেলে সরোয়ার, সহ বেশ কয়েকজন শনিবার প্রকাশ্যে কচুয়া-হড়লা কেনেলে বনায়নকৃত বেশকিছু বাবলা গাছ কেটে নেয়। তারা এই গাছ শৈলকুপার চড়–ইবিল বাজারে আনসার উদ্দিন মাস্টারের স’মিলের পাশে রেখে দেয় বিক্রির জন্য। পরদিন রবিবার দুপুরে এইচএসকে সমিতির সদস্যরা মিলের পাশ থেকে ৪টি বাবলা গাছ উদ্ধার করে। মিলটির মালিক জানান কে বা কাহারা এসব গাছ রেখে গেছে তা জানেন না। পরে পুলিশ বনবিভাগ ও সমিতির সদস্যদের সহযোগীতায় সেখান থেকে গাছগুলি থানায় নিয়ে আসে। এদিকে প্রকাশ্যে গাছ কাটার সাথে জড়িতদের কয়েকজন এই উপকারভোগী সমিতির সদস্য রয়েছে, যাদের সংগঠন থেকে বহিস্কার করা হবে বলে জানান সমিতির সভাপতি ইরাজ আলী। বনবিভাগের কর্মকর্তা শৈলকুপা উপজেলা ফরেস্টার নুরুন্নবি জানান, বনায়নকৃত গাছ উপকারভোগী সমিতি দেখভাল করে, এই গাছ অবৈধভাবে যারা কেটেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হবে। শৈলকুপা থানার এএসআই শরিফুল ইসলাম জানান, গাছগুলি উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে অভিযোগ এলে পুলিশ ব্যবস্থা নিবে বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ