উজ্জীবিত বাংলাদেশ নিউজ:-বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এর মামলায় রায়ের সাজার বাতিলের দাবীতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন। ৩০(অক্টোবর) মঙ্গলবার সকাল পোনে ১১ টায় শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় একটি মিছিল করে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ ও যুগ্ম সম্পাদক রফিক এর নেতৃত্বে পরে মিছিলটি নিয়ে প্রেস ক্লাব এ যাওয়ার সময় সেখান থেকে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়,পরে সেখান সোনারগাঁও থানা ছাএদল নেতা নাজমুল হাসানকে আটক করে।
সদর মডেল থানার এসআই প্রবীর কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি কাঁচপুর এলাকায় থাকেন। নাজমুল হাসানকে এখন থানায় নিয়ে যাবো, পরে তদন্ত করে যদি দেখি সে নির্দোষ হয় তাকে ছেড়ে দিবো, আর তা না হলে তার বিরুদ্ধে আইনগত ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।