উজ্জীবিত বাংলাদেশ নিউজ:- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকসহ তিন জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার(৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের লুৎফা টাওয়ারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দূনীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের সাজার প্রতিবাদে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সকাল ১১ টা থেকে নেতার্কমীরা শহরের সায়েম প্লাজার সামনে এসে জড়ো হতে থাকে কিন্তু কিছুক্ষন পূর্বেই পুলিশ এসে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় লুৎফা টাওয়ারের গলির ভিতর থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন ও ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিক ও ছাত্রদলের কর্মী ইয়াসিনকে আটক করে পুলিশ।
আটকের এক পর্যায়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন মাহামুদ পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন এর হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রেহাই পায়নি। এ বিষয় ঘটনা নিশ্চিত করে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন জয়নাল আবেদীন বলেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকতে পারে, যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।