উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিন সস্তাপুরে আদালতের নির্দেশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে শাহীন ও মোজাম্মেল গংরা।
মামলার বাদী শ্রী পবন দক্ত (৬৪) বিভিন্ন স্থানে ধারস্থ হলেও কোন সফলতা পাচ্ছেন না। বরং জমিতে এলে প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন পবন দক্ত।
পবন দক্ত জানান,এডিএম কোর্টে পিটিশন মামলা নং-৫৪২/১৮ দায়ের করা সত্বেও দক্ষিন সস্তাপুর এলাকার মোজাম্মেল হক তালুকদারের পুত্র শাহীন,মোজাম্মেল হক তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে বে আইনী ও অবৈধভাবে সীমানা বিনষ্ট করিয়া নালিশা ভূমিতে অনুপ্রবেশ করিয়া নির্মাণ কাজ করার উদ্যোগ গ্রহন করে। প্রথম পক্ষ জমির প্রকৃত মালিক পবন দক্ত বাধা নিষেধ করিলে শাহীনগং পবন দক্তের উপর চড়াও হয়।পবন দক্তের চিৎকারে লোকজন এগিয়ে আসলে শাহীন গংরা শান্ত হয় এবং এই বলে হুমকি দেয় জমি বে-দখল করিবে।
আদালতের কাগজ পত্র থানায় পৌছিলে অফিসার ইনচার্জ মঞ্জুর কাদেরের নির্দেশে এসআই মোঃ মজিবর রহমান নালিশা জমিতে যে যে অবস্থায় রয়েছে সেখানে থেকে শান্তি শৃংখলা বজায় রাখতে নির্দেশ দেন এবং উভয় পক্ষকে প্রমানাদী নিয়ে থানায় আসতে বলেন।
কিন্তু বাদী পক্ষ থানায় উপস্থিত হলেও বিবাদী পক্ষ সময় মতো থানায় আসেনি বলে জানান পবন দক্ত।
পৈত্রিক সম্পক্তি হতে বঞ্চিত হয়ে পবন দক্ত ধারে ধারে ঘুরলে শাহীন ও মোজাম্মে গংদের হুমকিতে আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
পবন দক্ত আরো জানান,এসএ সিএস,আরএস পর্চা মূলে মুল মালিক আমি হওয়া সত্বেও শাহীন গংরা ওয়াকফ সম্পক্তি দাবী করে নিজেরা ১৪ শতাংশ জমি মাদ্রাসার নাম করে দখল করে আছে।আমি জেলা প্রশাসক, সহকারী ভূমি কমিশনার (সদর) ও সদর ইউএনওকে বিবাদী করে কোর্টে মামলা দায়ের করেছি যা বর্তমানে বিচারাধীন রয়েছে।আদালত অমান্য করে বিবাদী শাহীন গং রা জমিতে নির্মান কাজ অব্যাহত রেখেছে।
পবন দক্ত তার একমাত্র সম্বল ১৪ শতাংশ জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।





















