উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর লাল মিয়ার চর কমিউনিটি ক্লিনিক টি দেখার যেন কেউ নেই।
দায়িত্ব প্রাপ্ত সিএইচসিপি জাহান মাতৃত্বকালীন ছুটিতে থাকায় কমিউনিটি ক্লিনিকটি যেন আরো এতিম হয়ে পড়েছে।
নুসরাতের পরিবর্তে স্বাস্থ্য সহকারী শাহনাজ পারভীন শিল্পীকে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। তিনি তার নিজ কর্মের পাশাপাশি চর বয়রাগাদী কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব নেয়ায় ক্লান্ত বেশী বলে মনে করেন এলাকাবাসী। সে জন্য তিনি নিয়মিত আসেননা। এ অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য সহকারী শাহনাজ পারভীন শিল্পী। তিনি বলেন,আমি ভিক্টোরিয়া হাসপাতালে ট্রেনিংয়ে থাকায় কাল যেতে পারিনি আজ যাচ্ছি।
সুত্র মতে জানা যায়,শনিবার ও মঙ্গলবার ২ দিন কমিউনিটি ক্লিনিকে বসার কথা এবং রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার কথা থাকলেও তিনি আসেননা।
সরকার ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে। এজন্য সিএইচসিপি নিয়োগ দেয়া হয়। সরকারী সকল সুযোগ সুবিধা ভোগ করা সত্বেও তারা ঠিক মত ক্লিনিকে আসেন না ফলে স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হতে গ্রামের মানুষ।
এ ব্যাপারে ৯ নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন বাধনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,যিনি দায়িত্বে ছিলেন,তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন।তার পরিবর্তে কেউ দায়িত্বে আছেন সম্ভবত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চৌধুরী মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন,আমি বিষয়টি দেখবো।