সফিকুর রহমান সফিক: বয়স মাত্র তিন। হালকা পাতলা গড়ন। এখনো মায়ের হাত ছাড়া মুখে ভাত যায়না তার। এখনো হাতে খড়ি হয়নি। বাবার কোল চেপেই ঘুরে বেড়ায় সে। মাঝে মধ্যে বাড়ির আঙ্গিনা কিংবা মাঠে সমবয়সিদের সাথে খেলতে ছুটে যায়। খেলার অনেক উপকরন থাকলেও ক্রিকেট বল ও ব্যাটের দিকেই যেন তার দৃষ্টি। বাবাও তাকে যোগান দেয় ক্রিকেট সামগ্রী। সাথে বাংলাদেশ ক্রিকেটারদের জার্সি। ওই জার্সি গায়ে ও ব্যাট-বল নিয়ে দিনের বেশিরভাগ সময় মাঠেই কাটায় এ শিশু। জার্সি গায়ে তার বল করার ধরন ও ব্যাট করার দৃশ্য দেখে থমকে দাড়ায় পথচারি। থমকে দাড়ায় ক্রিকেট প্রেমিরা। সহজেই বোঝা যায়না শিশুটির প্রকৃত বয়স। তিন বছর বয়সি এ শিশুটির ব্যাটিং দৃশ্য সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচার করে কোন ব্যক্তি। আর তাতেই আলোচিত হয়ে হয়ে ওঠে তন্ময় সরকার নামে এ শিশুটি। তন্ময়ের বাবা আনোয়ার সরকার।
গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। শুধু নরসিংদী নয়, ফেসবুকে ভাইরাল হওয়া এ শিশুর ক্রিকেট দক্ষতা দেখে হতবাগ সবাই। সকলেরই আগাম মন্তব্য সময়ের ব্যবধানে একদিন ক্রিকেট দুনিয়া শাসন করবে তন্ময়। হয়তো সেদিন বেশি দুরেও নয় যেদিন নরসিংদীতে জন্ম নেয়া আজকের তিন বছরের এ শিশুটিই হয়ে উঠবে ক্রিকেট দুনিয়ার আতঙ্ক। ব্যাট-বল হাতে যে শাসন করবে পুরো ক্রিকেট বিশ্ব। এমন প্রত্যাশাই সকলের।
স্থানীয়দের কাছে ইতোমধ্যেই টাইগার উপাধি পেয়েছে তন্ময়। তার সুনাম এখন মানুষের মুখে মুখে। প্রতিদিনই হাজারো মানুষের ভীড় আনোয়ার সরকারের বাড়িতে। ছোট্ট এ শিশুটিকে এক নজর দেখাই যেন তাদের উদ্দেশ্য। জানতে পেরে ওই বাড়িতে ছুঁটে যায় আমাদের কন্ঠ পত্রিকার একটি টিম। জড়ো হয় আশপাশের শতাধিক বাসিন্দা। তারা বলেন, এত অল্প বয়সে তন্ময় যে দুর্দান্ত ব্যাটিং করে তা কল্পকাহিনি মনে হয়। নারায়ণপুর বাজার বনিক সমিতির সভাপতি ভাইরুল হাসান বলেন, তন্ময়ের খেলা আমি কয়েকবার দেখেছি। বাস্তব হলেও মনে হয় অবিশ^াস্য। দোয়া করি, ভবিষ্যতে তন্ময় যেন ভালো ক্রিকেটার হয়। এ প্রজন্মে শিশুটির দক্ষতা মূগ্ধকর বিষয়। বড় হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এমন প্রত্যাশা রইল। জানতে চাইলে তন্ময় সরকারের বাবা আনোয়ার সরকার বলেন, তিন বছর বয়স হওয়ার পর থেকেই লক্ষ্য করি তার ক্রিকেট খেলার অবাক হওয়ার মত দৃশ্য।
বিষয়টি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট হেড কোচ কাউসারকে অবহিত করি। কাউসার আমার ছেলেকে কোচ করানো শুরু করলে ছয় মাসের মধ্যেই তন্ময়কে দক্ষ একজন খেলোয়ার হিসেবে দেখা যাচ্ছে। আমার স্বপ্ন আগামী দশ থেকে পনের বছর বয়সের মধ্যেই তন্ময় জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট এ খেলবে। আমি দেশবাসীর কাছে তন্ময়ের জন্য দোয়া চাই। তন্ময়ের মা বিলকিস বেগম বলেন, আমি গর্বিত তন্ময়কে গড়ে তুলতে পেরে। আগামীতে তন্ময় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এমন প্রত্যাশা করি। তাকে দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছি। তন্ময় সরকারের কোচার মো. কাইসার বলেন, এত অল্প বয়সের ছেলেটির এমন খেলা সত্যি আশ্চয্যের। একদিন ও ক্রিকেট দুনিয়া শাসন করবে এখনকার খেলাই যেন সে প্রত্যাশার আভাস দেয়।