বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের দৌছড়ি ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার লেদুরমুখ স্থানে সন্ত্রাসীদের ধাওয়া করে অস্ত্র উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি জোনের ১১ বিজিবি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ছাগলখ্যাইয়া এলাকার লেদুরমূখে অভিযান চালিয়ে ১টি এসবিবিএল বন্দুক ও ৮টি দেশীয় তৈরি এক নলা বন্দুকসহ ৯টি বন্দুক উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেল ৫টায় নাইক্ষ্যংছড়ি জোনের ১১-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে: কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার,অবৈধ কাঠ পাচারসহ যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর একই উপজেলার দৌছড়ি ইউনিয়নের ভাগ্নেঝিড়ি এলাকায় অভিযান ৫টি অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে ১১ বিজিবি।





















