করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০ টায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তিনি টিকা গ্রহন করেন।
কোভিডের টিকা গ্রহণ শেষে মীর সোহেল আলী বলেন, কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। অনেক দেশের আগেই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা আগে টিকা পেয়ে গেছি।
তাই পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন। টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন।তিনি আরও বলেন, আমি টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই।