আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে অনুমতি না নিয়ে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ত্রি-ফসলী জমিতে অবৈধভাবে গড়ে তোলা ৫টি ইটভাটা ধ্বংস করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।
জানাগেছে, এ উপজেলায় বেশ কয়েকটি ড্রাম চিমনি ইটভাটা রয়েছে। এসকল ইটভাটাগুলো ধ্বংস করার জন্য গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৫টি ড্রাম চিমনি ইটভাটা ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার। এসকল ইটভাটা জেলা প্রশাসকের অনুমতি, কৃষি অফিসের প্রত্যায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন ত্রি-ফসলী জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইট তৈরী করে আসছে। গতকাল বুধবার ওই অবৈধ ড্রাম চিমনি ইটভাটার মধ্যে থেকে এমএমবি, এমএসবি, ৫স্টার, জোবায়েদা ও মৃধা ব্রিকসে পরিবেশ অধিদপ্তর (সদর) ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে ওই ভাটাগুলোর কোন বৈধ কাগজপত্র না থাকায় স্কেভেটর (ভেকু) ও হামজা (ট্রাকটর) দিয়ে কাঁচা ইট, ইটভাটার ড্রাম চিমনি, ক্লিন, জাম স্টাইক, পট ধ্বংস করে দিয়েছে। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার মুঠোফোনে বলেন, এ উপজেলায় অনুমোদনহীন ও অবৈধভাবে গড়ে উঠা ৫টি ড্রাম চিমনি ইটভাটা ধ্বংস করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে বাকী ইটভাটাগুলোও ধ্বংস করা হবে। অনুমোদনহীন কোন ইটভাটা চালাতে দেয়া হবে না।